পাবনায় অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের কারাদন্ড

0
186

পাবনায় অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের সশ্রম কারাদন্ড হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবকের নাম শান্ত। সে শহরের দক্ষিন রাঘবপুর মহল্লার সুলতান আহমেদের ছেলে। সোমবার সকালে পাবনার অতিরিক্ত দায়রা জজ-২ শরনিম আক্তার এই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৯ নভেম্বর দন্ডপ্রাপ্ত যুবক একটি একনালা বন্দুক ও ৪টি গুলি সহ পুলিশের হাতে আটক হয়। সাক্ষ্য প্রমানাদী শেষে বিচারক সোমবার তাকে ১৭ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি জাহিদ রানা ও আসামীপক্ষে এড. বেলায়েত আলী বিল্লু।