রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। তবে তাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে মানবিক দিকটা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনসিুল হক।রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে নবনিযুক্ত সহকারী জজদের ৩৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রথমেই আমরা মানবিক দিকটা বিবেচনা করছি। এটা বিবেচনায় নিয়েই রোহিঙ্গাদের এখানে আশ্রয় দিচ্ছি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা দেখেছেন তাদের কাছে এটা হচ্ছে ১৯৭১ এর পুনরাভ্যত্থান।
রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার আন্তর্জাতিক আদালতে যাবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রোহিঙ্গা নিয়ে যা হচ্ছে সেটা মিয়ানমারের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার এই পর্যায়ে যেতে পারে না। তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে না। এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট কাজ করছে। এ কাজে বেশ সফলতাও অর্জন করেছে। এটা আপাতত চালিয়ে যাওয়া হবে।মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যদি মনে করে আন্তর্জাতিক আদালতে যেতে পারে। যেটা বসনিয়ায় যুদ্ধ শেষ হওয়ার পরই যেমন তারা আন্তর্জাতিক আদালতে গিয়েছিল। রোহিঙ্গারা যদি সেটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যায়। সেটা তো আর আমাদের বিবেচ্য বিষয় নয়। ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন,অ্যাটর্নি জেনারেলকে আমি যখন চিঠি দেব তখনই তিনি মনে করবেন রিভিউ দাখিল করার সরকারের ফরমালি সিদ্ধান্ত। সেটাই যদি হয় তাহলে সে ব্যবস্থা করা হবে।এসব বিষয় ভেবে চিন্তে এবং রায়টি অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করেই রিভিউ করা হবে।কবে নাগাদ রিভিউ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখনই বলা বলা যাচ্ছে না। রায়টি নিবিড় পর্যালোচনা শেষেই রিভিউ করার কথা জানান তিনি।সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের নিবিড় পর্যবেক্ষণ চলছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ওই রায় পুনর্বিবেচনার জন্য আ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়ে জানানো হবে।ওই রায়ের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গত বুধবার জাতীয় সংসদে একটি প্রস্তাব পাস করা হয়।কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হওয়ার আগে এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার আদালতের নাই। আইনের ব্যত্যয় হলে তারা শুধু আইনের ব্যাখ্যা দিতে পারেন।আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা রায়ের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি প্রধান বিচারপতি এস কে সিনহার সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০১৪ সালে ষোড়শ সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে এনেছিল। কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে ষোড়শ সংশোধনীকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে সামরিক শাসনামলে চালু করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা পুনঃস্থাপিত করার কথা বলা হয়েছে।সাত বিচারপতির ঐকমত্যের ভিত্তিতে দেওয়া ৭৯৯ পৃষ্ঠার এই রায়ে প্রধান বিচারপতি এস কে সিনহা নিজের পর্যবেক্ষণের অংশে দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনাও করেন।
গত ১ অগাস্ট ওই রায় প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে ‘খাটো করা হয়েছে’ অভিযোগ তুলে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি তুলেছেন ক্ষমতাসীন দলের অনেক নেতা। অন্যদিকে সংসদের বাইরে থাকা বিএনপির নেতারা স্বাগত জানিয়ে বলেছেন, এ রায় ‘ঐতিহাসিক’।আইনমন্ত্রী আনিসুল হক বুধবার সংসদে বলেন, যে যুক্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করা হয়েছে, তা ‘গ্রহণযোগ্য নয়’।এই রায় আবেগতাড়িত ও বিদ্বেষপ্রসূত। সুতরাং আমরা আইনি প্রক্রিয়া চাই। আমরা এই লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছি।মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা, নির্যাতনকে তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন-নিপীড়নের সঙ্গে তুলনা করে একে একাত্তরের পুনরাবৃত্তি বলেন।আনিসুল হক বলেন, মানবিকভাবে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। নির্যাতিত রোহিঙ্গারা যদি চায়, তাহলে তারা আন্তর্জাতিক আদালতে যেতে পারে। এটা তাদের ব্যাপার। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি মুসা খালিদের সভাপতত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রমুখ।