বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

0
0

রোববার সকাল থেকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে মালামাল ওঠানামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে।আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়ে আছে। এসবের মধ্যে চাল ছাড়াও রফতানিমুখী প্রতিষ্ঠানের কাঁচামালও রয়েছে।ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, রোববার ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকালে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতে বিশ্বকর্ম পূজার কারণে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এর ফলে পণ্য নিয়ে শত শত ট্রাক উভয় বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মাওলা জানান, বিশ্বকর্মা পূজার ছুটির বিষয়টি ভারতীয় কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্টরা মৌখিকভাবে শনিবার বিকেলে আমাদের জানিয়েছেন। তবে বেনাপোল বন্দর ও কাস্টম হাউজে স্বাভাবিক কার্যক্রম চলছে বলে তিনি জানান।বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল ইসলাম জানান, বিশ্বকর্মা পূজার ছুটিতে ভারতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্দর থাকলেও বেনাপোল বন্দরের কার্যক্রম যথারীতি চলছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক থেকে পণ্য আনলোড ও লোড অব্যাহত রয়েছে। পণ্য আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যাচ্ছে বলে তিনি জানান।