পুলিশের বিশেষ নজরদারিতে কলাপাড়ার ৩০ রাখাইন পল্লী

0
0

কলাপাড়ার ৩০টি রাখাইন পল্লীতে বিশেষ পুলিশি নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিদিন রাখাইন পাড়াগুলোতে পুলিশি টহলের উদ্যোগ নেয়া হয়েছে। মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধনের তান্ডবের পর থেকেই এমন বিশেষ পদক্ষেপ নেয়া হয়। অসম্ভব সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছে সাগরপারের পর্যটন সমৃদ্ধ জনপদ কলাপাড়া উপজেলাবাসী। যেখানে প্রায় আড়াই শ’ বছরের আগে আসা রাখাইন জনগোষ্ঠীর বসবাস রয়েছে। রয়েছে মুসলীম, হিন্দু এবং খ্রীস্টান সম্প্রদায়ের বসবাস।

এখানে ছিলনা কখনও অসাম্প্রদায়িক সংঘাত। চোখে পড়ার মতো সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে কলাপাড়ার সকল বর্ণ সম্প্রদায়ের মানুষ। তাই মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নিধনের ভয়াবহ তান্ডবের জের ধরে কেউ যেন কোন প্রকার সহিংসতা ঘটাতে না পারে এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। কলাপাড়ার আলীপুর-মহিপুর বন্দরে রয়েছে ৭৪ টি রোহিঙ্গা পরিবারের বসবাস। সেখানেও যেন কেউ কোন ধরনের সহিংসতা ঘটাতে না পারে এমন উদ্যোগ নেয়া হয়েছে। রাখাইন সমাজকল্যান সমিতির সহ-সভাপতি টেনসুয়ে জানান, কলাপাড়া থানা পুলিশ তাদের খোঁজখবর রাখছে। তবে গ্রামের রাখাইনরা কিছুটা আতঙ্কে রয়েছে। কিছুটা মানসিক চাপে রয়েছে। বালিয়াতলী ইউনিয়নের সব ক’টি পাড়ায় সার্বক্ষণিক পুলিশি টহলের জন্য তিনি দাবি জানান। পক্ষিয়াপাড়া রাখাইন পল্লীর বাসিন্দা রাখাইন কৃষিবিদ ও প্রকৌশলী টেনথান জানান, আমরা এখানে ১৬টি পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছি। তারপরও কেউ যাতে মাঝখান দিয়ে কোন ফায়দা লুটতে না পারে এজন্য প্রশাসনের সচেষ্ট থাকা প্রয়োজন। তিনি শুনেছেন বলে জানান, বিভিন্ন রাখাইন পাড়ায় পুলিশি টহল দেয়া হয় মাঝে-মধ্যে। তবে তুলাতলী পাড়ার ৭টি পরিবারের ৩০ সদস্যের কয়েকজন নারী রাখাইন সদস্যরা অভিযোগ করেন, এক শ্রেণির ভাড়াটে হোন্ডাচালকরা তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে। কলাপাড়ায় যাওয়ার পথে তাদের গালাগাল করা হয়েছে। এসব খবর জানার পরে ওই পল্লীতে গভীর রাত অবধি পুলিশি টহল দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। হাড়িপাড়ায়ও কোন তৃতীয় পক্ষ সংঘাতের ঘটনা যাতে না ঘটাতে পারে এ জন্য পুলিশ সচেষ্ট রয়েছেন। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, রাখাইন পল্লীতে কোন ধরনের অঘটন কেউ ঘটাতে না পারে এজন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সবক’টি রাখাইন পল্লী এবং রোহিঙ্গা পরিবারগুলোর প্রতি বিশেষ নজরদারি রাখা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক পুলিশি টহলের ব্যবস্থা রাখা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা নেই।