কলাপাড়ায় ওমফেলোসিলি নামের বিরল রোগে আক্রান্ত শিশুর জন্ম

0
0

কলাপাড়ায় ওমফেলোসিলি নামের বিরল রোগে আক্রান্ত এক শিশু জন্ম নিয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় কলাপাড়া হাসপাতালে এ শিশুটি জন্ম নেয়। খাদ্য নালীর অংশ বিশেষ নাভীর পাশ থেকে পেটের বাইরে থাকা অবস্থায় এ পুত্র সন্তানটি প্রসব করেন নাজমা বেগম।

লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জসিম মিয়ার স্ত্রী সে। শিশুটির প্রসবকালীন সময় কর্তব্যরত সেবিকারা নারিভুরি পেটের বাহিরে থাকা নবজাতককে দেখে হতবাক বনে যায়। শিশুটির প্রসবকালীন সময়ের চিকিৎকসক মো. মাহাবুবুর রহমান সজীব জানান, শিশুটি ওমফেলোসিলি রোগে আক্রান্ত। বাংলাদেশে ৪ হাজার শিশুর মাঝে একজন শিশু সাধারনত এ রোগে আক্রান্ত হয়ে জন্ম নেয়। চিকিৎসকরা জানান, নবজাতক শিশুটি শংঙ্কামুক্ত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। তবে দরিদ্র বাবা-মা তাদের সন্তানের চিকিৎসা ব্যয় নিয়ে আছেন গভীর শঙ্কায়।