মন্দিরের বেদখল জমি সংক্রান্ত জটিলতার কারনে এবারে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ১৮ টি দুর্গা মন্দিরে অাসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব বন্ধের ঘোষনা দিয়ে হিন্দু সম্প্রদায়। ঐ ইউনিয়নে সার্বজনীন দুর্গা মন্দিরের কিছু জমি দীর্ঘদিন ধরে বেদখল রয়েছে। জমি উদ্ধারের জন্য প্রশাসনের নিকট অভিযোগ করেও কোন সুফল পায়নি ভক্তবৃন্দরা। ফলে এবারে তারা জমি উদ্ধারে প্রসাসনের দৃষ্টিগোচরের জন্য আসন্ন দুর্গাপূজা বন্ধ ঘোষণা করেন।
এ বিষয়ে ১৪ সেপ্টেম্বর তাদের সিদ্ধান্তের কথা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে জানিয়েছেন ভক্তবৃন্দ। অভিযোগে জানা গেছে, ১৯৫৯ সালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মোগলহাট হরিবাসন সার্বজনীন দুর্গা মন্দিরের নামে কবলা দলিল মুলে ৩৫ শতক জমি ক্রয় করা হয়। যার কবলা দলিল নং ৪৩০৪। জমি কিনে এলাকার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দরা মন্দির নির্মাণ করে পুজা করেন।
২০১৫ সালে মন্দিরের নামে জমি বিক্রির সত্য অস্বীকার করে ৩৫ শতক জমির মধ্যে ১১শতক জমি বেদখল করে নেন একটি মহল। এঘটনায় মন্দির কমিটি লালমনিরহাট বিজ্ঞ অাদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং অন্য ১১১/১৫। মামলা হওয়ার কারণে জমি দখলকারীরা ক্ষিপ্ত হয়ে ভক্তবৃন্দের প্রাণ নাশের হুমকি ধামকি অব্যাহত রাখেন এবং চলতি বছরের ১০ সেপ্টেম্বর পুনরায় মন্দিরের অারও ১শতক জমি বাঁশের বেড়া দিয়ে বেদখল করে নেন।
২০১৭ সালের অাসন্ন দুর্গা পূজা উদযাপন কঠিন হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে ভক্তবৃন্দের সাথে দখলকারীর সংঘর্ষে অাশঙ্কায় রয়েছে। তাই মোগলহাট ইউনিয়নের ১৮টি দুর্গা মন্দিরের ভক্তবৃন্দরা ১৩ সেপ্টেম্বর কুরুল কালীবাড়ী শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে এক জরুরী সভার ডাক দেন। পূর্ব কর্নপুর যোগিটারী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র রায়ের সভাপতিত্বে মোগলহাট ইউনিয়নে মোট ১৮টি দুর্গা মন্দিরের অাসন্ন শারদীয় দুর্গা পুজা একযোগে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেন ভক্তবৃন্দরা।
মোগলহাট হরিবাসন সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি অর্জুন কুমার গুপ্ত ও সম্পাদক প্রশান্ত সেন বলেন, অামরা ভক্তবৃন্দ নিরুপায় হয়ে পড়েছি। এখানে এবার পুজা হলে ভক্তবৃন্দের জীবন নাশের হুমকি দিচ্ছে জমি দখলকারীরা। এলাকার শান্তি প্রিয় মানুষের শান্তি যেন বজায় থাকে সেজন্য মোগলহাট ইউনিয়নের সকল মন্দিরে অাসন্ন দুর্গা পূজা বন্ধ থাকবে।