রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান আরাকান স্বাধীন করা: হেফাজত

0
0

আরাকান স্বাধীন করার মাধ্যমেই মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে হেফাজতে ইসলাম। সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন,রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র পথ আরাকান স্বাধীন করা। স্বাধীন আরাকান ছাড়া রোহিঙ্গাদের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বায়তুল মোকারমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করেন হেফাজত নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে হাউজ বিল্ডিং মোড়ে এসে শেষ হয়। মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন, বার্মা সরকার গণহত্যা করছে। রাখাইন এলাকায় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাবো রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। তাদের খাদ্য, চিকিৎসার ব্যবস্থা করেন। রোহিঙ্গাদের আবাস ভূমিতে ফিরিয়ে দিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখুন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি, যুদ্ধের মাধ্যমে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিন। এখনই মোক্ষম সময়।
রোহিঙ্গা সংকট নিরসন ও তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে কাসেমী বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো ভূমিকা রাখুন।এদিকে, রোহিঙ্গা সংকটের জন্য দায়ী করে মিয়ানমারের পতাকা ও দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির প্রতীকী কফিনে আগুন দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে দলটি। খেলাফত আন্দোলন ছাড়াও হেফাজতে ইসলামসহ বেশ কিছু ধর্মভিত্তিক বিক্ষোভ করে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে মিয়ানমারের পতাকা ও সু চির প্রতীকী কফিনে আগুন দেয়। মিছিলে অংশ নেন দলটির মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামীদি, যুব বিষয়ক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মহিউদ্দিন প্রমুখ।মিয়ানমারের পতাকার পর আগুন দেওয়া হয় সু চি’র প্রতীকী কাফনেইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ করে রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নেওয়ার দাবি জানায়। ইসলামী ঐক্য আন্দোলনের আমির মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য হতে রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধনযজ্ঞের কারণে মিয়ানমার সরকারের নিন্দা করায় আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে মানব সভ্যতার বিরুদ্ধে মিয়ানমার সরকারের এতবড় জঘন্য অপরাধের বিরুদ্ধে নিন্দা জানানোই যথেষ্ট হবে না। বরং তার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক,বাণিজ্যিক ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গা মুসলমানদের তাদের পূর্বপুরুষের ভিটে-মাটিতে ফিরিয়ে নেওয়া এবং নাগরিকত্ব ফিরিয়ে দিতে বাধ্য করতে হবে। খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিলে জ্বলছে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা সু চি’র প্রতীকী কফিনবিক্ষোভে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, গঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা মাহফুজুর রহমান,অফিস সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।