মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

0
249

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ঢাকার বারিধারায় ‘মিয়ানমার দূতাবাস ঘেরাও’ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পদযাত্রা পুলিশের বাধায় শান্তিনগরেই শেষ হয়ে গেছে। বুধবার সকালে বায়তুল মোকাররম থেকে রওনা হয়ে সংগঠনটির কয়েক হাজার কর্মী শান্তিনগর মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। পরে তারা সেখান থেকে বায়তুল মোকাররমের দিকে ফিরে যান।পুলিশ বলছে, জনদুর্ভোগ এড়াতে মিছিল করে না গিয়ে দলটির পাঁচজন প্রতিনিধিকে দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।মিয়ানমার সরকারের নির্দেশে সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর চলমান ‘নির্যাতন, হত্যা, ধর্ষণের’ প্রতিবাদে গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচি দেন।

সে অনুযায়ী সংগঠনটির নেতাকর্মীরা বুধবার সকাল ৯টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেইটে জড়ো হতে শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।ইসলামী আন্দোলনের চেয়ারম্যান রেজাউল করীম ও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এ সময় বক্তব্য দেন।পরে বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনটির নেতা-কর্মীরা মিয়ানমার দূতাবাসের উদ্দেশে পদযাত্রা শুরু করে। পল্টন নাইটিংগেল মোড় হয়ে শান্তিনগর মোড়ে পৌঁছানোর পর পুলিশ তাদের আটকে দেয়।ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে পরে বায়তুল মোকাররমের দিকে ফিরে যায় বলে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার জানান।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এইচ এম আজীমুল হক বলেন, জনদুর্ভোগের কথা মাথায় রেখে আমরা এত মানুষকে এত দূর যেতে দিইনি। পাঁচজন প্রতিনিধিকে স্মারকলিপি নিয়ে যেতে দেওয়া হয়েছে।ইসলামী আন্দোলনের কর্মীরা ফিরে যাওয়ার পর বেলা সাড়ে ১২টার দিক থেকে শান্তিনগর এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এদিকে, রোহিঙ্গারা আমাদের ভাই-বোন। নির্যাতিত, নিপীড়িত, অসহায় মজলুম। তাদের সাহায্য করা আমাদের ঈমানি দায়িত্ব, বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। বুধবার রোহিঙ্গা ইস্যুতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা বন্ধের দাবিতে আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবে হেফাজতে ইসলাম। বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শাহ আহমদ শফী।বিবৃতিতে শাহ আহমদ শফী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনী ইতিহাসের বর্বরতম হত্যাকা- চালাচ্ছে। নির্যাতিত মুসলিম মা-বোনদের রক্ত নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা রাষ্ট্র ও জনগণের নৈতিক কর্তব্য।সরকারের উদ্দেশে হেফাজতের আমির বলেন, ‘আপনারা সোচ্চার হোন, কূটনৈতিক চাপ প্রয়োগ করুন। মানবতার শত্রুদের মোকাবিলায় বিশ্ব মুসলিম নেতারা ও রাষ্ট্রগুলোকে শামিল করুন। দেশের জনসাধার এ ব্যাপারে ঐক্যমত পোষণ করবে।’জাতিসংঘ এবং ওআইসিকে মিয়ানমারের জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আহমদ শফী বলেন, ‘মুসলমান হওয়াটাই কি আরাকানের নির্যাতিত নাগরিকদের অপরাধ। অং সান সুচির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।