কোরবানীর মাংসে আল্লাহ লেখা দেখতে উৎসুক মানুষের ভীড়

0
237

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার গ্রামে কোরবানীর গরুর মাংসে “আল্লাহ” লেখা উঠেছে। সেখানে গিয়ে দেখা যায় মিলন বাজার গ্রামের আব্দুল আজিজ এর বাড়ীতেকোরবানীর গরুর মাংসে আল্লাহু লেখা দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমায়।

বাড়ীর কর্তা আব্দুল আজিজ স্ত্রী মোছাঃ মমতা বেগম জানায় , সোমবার সন্ধায় ফ্রিজ থেকে কোরবানীর গরুর মাংস রান্না করতে গেলে হঠাৎ একটি মাংসের টুকরো আল্লাহ লেখাটি আমার বড় ছেলে মোঃ মনির হোসেন দেখতে পায় হাড়ির উপরে ভেসে উঠে যার মধ্যে আরবীতে আল্লাহু লেখা রয়েছে। বিষয়টি দেখে প্রথমে বাড়ীর লোকজন বিস্মিত হয়ে যায়। পরে এলাকাবাসীকে জানালে হাজারো জনতা ঐ মাংসের টুকরো দেখার জন্য সন্ধা থেকে ভীড় জমাতে থাকে।