মিয়ানমারের রাখাইনে চলমান সেনা অভিযানে নির্বিচার বলপ্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চলছে বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যাইদ বিন রাআদ আল হুসাইন।সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সভায় তিনি রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংস সেনা অভিযানের তীব্র নিন্দা জানান।যাইদ বলেন, গত মাসে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে বিদ্রোহীদের হামলার পাল্টায় যে অভিযান চলছে তা স্পষ্টতই বাড়াবাড়ি। গ্রাম জ্বালিয়ে দেওয়া ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের খবরের মধ্যে ২ লাখ ৭০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরও অনেকে সীমান্তে আটকা পড়ে আছে।এই পরিস্থিতিকে জাতিগোষ্ঠী নিপীড়নের একটি ধ্র“পদী উদাহরণ বলেই মনে হচ্ছে।
মিয়ানমারের সরকারকে চলমান নৃশংস সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর জন্য জবাবদিহি করার আহ্বান জানান জাতিসংঘ দূত। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মারাত্মক ও সুদূরপ্রসারী বৈষম্যের অবসান ঘটাতে হবে। মিয়ানমারের সেনাবাহিনীর দমন অভিযানে রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো কীভাবে জনশূন্য হয়ে পড়ছে, সেই বিবরণ এসেছে পালিয়ে আসা মানুষের কথায়।গত ২৪ অগাস্ট রাতে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে চালানো হচ্ছে হত্যা আর ধ্বংসযজ্ঞ। যারা প্রাণে বেঁচে গেছেন, তারা ছুটে আসছেন বাংলাদেশ সীমান্তের দিকে।দশকের পর দশক ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশে এই দফায় আরও তিন লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ইতোমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের ঢালে গড়ে ওঠা নতুন শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গাদের কথায় উঠে এসেছে নিজের দেশে মৃত্যুর মুখ থেকে পালিয়ে আসার বর্ণনা। তারা বলছেন, গত দুই সপ্তাহে রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। ১০-১৫ পথ পায়ে হেঁটে বাংলাদেশে আসার পথে কোনো রোহিঙ্গা পরিবারকে স্বাভাবিকভাবে নিজেদের বাড়িতে বসবাস করতে দেখেননি তারা।দুই একটি পরিবারকে তারা দেখেছেন, যারা বাংলাদেশে আসতে চান না। জঙ্গলে লুকিয়ে পরিস্থিতি শান্ত হওয়ার আশায় আছেন তারা, যাতে আবার বাড়ি ফেরা যায়।শুক্রবার কক্সবাজারে ঢোকার পর টেকনাফের হোয়াইখ্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় একটি স্কুলে শনিবার রাত কেটেছে মংডুর তুলাতলী থেকে আসা মো. ফারুকের।তিনি বলছেন, তাদের এলাকার হাজার দেড়েক মানুষকে এক জায়গায় জড়ো করে নির্বিচারে গুলি চালায় সেনাবাহিনী।ফারুকের হিসাবে, সেখানেই অন্তত আটশ মানুষ প্রাণ হারিয়েছে। যারা গুলিবিদ্ধ হয়েও বেঁচে ছিলেন, কিন্তু তাদেরকে পরে আগুনে পোড়ানো হয়। জীবন্ত মানুষসহ অনেক ঘরে আগুন দেয়া হয়। এর মধ্যে দুই একজন পুড়তে পুড়তে পালিয়ে বাংলাদেশ আসতেও পেরেছে বলেছে জানান তিনি।কাউয়ার বিল থেকে এসে উখিয়ায় বালুখালি শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন মো. ইউনূস। মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নিজের চাচাকে খুন হতে দেখেছন তিনি।ইউনূস জানান, সেনাবাহিনী এসে তার চাচাকে ঘর থেকে বের করে গাড়ির সঙ্গে বাঁধে। গাড়ি চালিয়ে আধা কিলোমিটারের মত টেনে নিয়ে যাওয়ার পর তাকে গুলি করা হয়।সত্তরোর্ধ্ব মোহাম্মদ সিদ্দিকের চার ছেলে এক মেয়ে। ডমরুর থামি থেকে বাংলাদেশে আসার পথে প্রায় ১৫দিন পাহাড়ে জঙ্গলে ঘুরতে হয়েছে তাকে।উপার্যনক্ষম বড় দুই ছেলের মৃত্যু তিনি দেখেছেন নিজের চোখে। সেনাবাহিনী ঘর পুড়িয়ে দিয়েছে, কিন্তু বাপ-দাদার ভিটায় শয্যা হবে না- এ তিনি ভাবতেও পারছিলেন না।তবে ঘরবাড়ি ছেড়ে অচেনা বাংলাদেশে আসার পথে তাকে বার বার পেছনে ফিরে তাকাতে হচ্ছিল একমাত্র মেয়ের স্বামীর খোঁজে। নিজের মেয়ের দিকে তাকাতে পারছিলেন না তিনি।সিদ্দিক জানান, মেয়ে জামাইয়ের মৃত্যু হয়েছে জানতে পারলেও এতটা পিছুটান থাকতে না। মেয়ে তার স্বামীকে ছাড়া আসতে চাইছিল না। তাই আসার পথে কোনো একটি নিরাপদ রোহিঙ্গা গ্রাম খুঁজেছিলেন, যেখানে থেকে যাওয়া যায়।কিন্তু ১৫ দিন ঘোরাঘুরি করেও কোনো রোহিঙ্গা গ্রামকে নিরাপদ থাকতে দেখেননি এই বৃদ্ধ। শেষমেষ জন¯্রােতে মিশে ঢুকে পড়েন বাংলাদেশে।সিদ্দিকের বড় ছেলে আব্দুল বারীর বয়স ছিল ৩৫ বছর। পাঁচ ও দুই বছরের দুটি মেয়ে আছে তার। মেজ ছেলে জোবায়েরের বয়স ছিল ২৫। তারও একটি ছেলে রয়েছে।দুই ছেলের মৃত্যু শোকের সঙ্গে এখন নাতি-নাতনিদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত সিদ্দিক। জীবনের সব সম্পদ আর সঞ্চয় এক দিনে হারিয়ে এই বয়সে তাকে অন্য দেশে মাথা গোঁজার ঠাঁই আর খাবারের সন্ধানে ছোটাছুটি করতে হচ্ছে।সিদ্দিকের মেজ ছেলের বউ ফাতিমা স্বামীকে মরতে দেখেছেন চোখের সামনে। ঈদের সপ্তাহখানেক আগে দিনের কাজকর্ম সেরে ঘুমিয়েছিলেন তারা। রাতে হঠাৎ মিয়ানমারের সেনাবাহিনী পাড়ায় হানা দেয়।ফাতিমা বলেন, বাড়িতে এসেই সেনাবাহিনী এলোপাতাড়ি গুলি শুরু করে। শোয়া থেকে স্বামীকে তিনি উঠে বসতে এবং আবার গুলি খেয়ে লুটিয়ে পড়তে দেখেন। পরে ছেলেকে নিয়ে শ্বশুরের সঙ্গে সীমান্তের পথ ধরেন।রিম্যাতংয়ের বদরুল ইসলাম জানান, গ্রামের অনেকের তার বাবাকেও গুলি করে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী।আমরা সবাই বার্মার লোক। সরকার নিয়ে গন্ডগোল। আমাদের তো গুলি নাই।বদরুল জানান, যে যেভাবে পেরেছে পালিয়েছে। কেউ বোন ফেলে এসেছে, কেউ বাবাকে ফেলে এসেছে।নাপড়ার বিম্মাতা এলাকার আনু মিয়া জানান, তার ঘরে আগুন দিয়েছে তারই এক প্রতিবেশী।তিনি বলেন, মিয়ানমার সরকার রাখাইনের মগদের (বৌদ্ধ) উসকে দিচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। রোহিঙ্গাদের বাড়ি-ঘর দখল এবং আগুন দেওয়ার আগে লুটপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে।
গ্রামে হামলা শুরুর সময়ই বাড়ির পাশের জঙ্গলে পরিবার নিয়ে আশ্রয় নিতে পারায় প্রাণ বাঁচাতে পেরেছেন বলে জানান আনু।তিনি বলেন, গত দুই সপ্তাহে কত লোককে হত্যা করা হয়েছে তার সঠিক সংখ্যা নিরূপণ করা কঠিন। কোনো কোনো পরিবারের সবাই মারা গেছে। কেউ কেউ বেঁচে থাকলেও কোথায় আছে, সেটা পরিবারের অন্যরা হয়ত জানে না। পরিবারের সবাইকে আবার এক জায়গায় জড়ো করাও এই মুহূর্তে অসম্ভব।মংডুর খোয়ার বিল এলাকার নূর খায়েরের গ্রামে নিহত হয়েছেন অন্তত পাঁচজন। কাবিরা সবাই তার মতই পালিয়ে এসেছেন। পথে আসতে আসতে বহু রোহিঙ্গা গ্রামের জনশূন্য ধ্বংসস্তূপ দেখেছেন তারা। নয় দিন আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসেছেন রাশিদা। সহিংসতার আগে রাশিদার জীবন ছিল খুব সাধারণ। নিজেদের কিছু জায়গাজমি রয়েছে। সেখানেই চাষবাস করতেন তিনি। নিজের বাড়িতে স্বামী ও তিন সন্তানকে নিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল স্বস্তিতেই।
এখন সবকিছুই পেছনে ফেলে আসতে হয়েছে রাশিদাকে। চট্টগ্রামের টেকনাফ উপজেলার উখিয়ার উচি প্রাঙ্কে রোহিঙ্গা আশ্রয়শিবিরে রয়েছেন তিনি। আল-জাজিরার সাংবাদিক কেটি আর্নল্ডকে বলেছেন ফেলে আসা দিনগুলোর কথা। বলেছেন নিজের যন্ত্রণা ও ভবিষ্যতের অনিশ্চয়তার কথা।২৫ বছরের রাশিদা বললেন, ‘আমার বাড়ি, জমি সব পুড়িয়ে ফেলা হয়েছে। সেখানে ফিরলেও আর আমরা জীবিকা নির্বাহ করতে পারব না। যখন সেনাবাহিনী আমাদের গ্রামে গুলি চালানো শুরু করল, আমরা তাড়াতাড়ি সন্তানদের জঙ্গলে লুকিয়ে রেখে আসি। সন্তানেরা বনের মধ্যে বিপদের ভয় পাচ্ছিল। যখন বাড়ির কাছে গেলাম, দেখলাম, অনেক লোককে মেরে ফেলা হয়েছে। সেই ভয়ংকর সময়ের কথা মনে করে রাশিদা আরও বলেন, ‘জঙ্গল থেকে বেরিয়ে এলাম। সীমান্তের কাছে যাওয়া পর্যন্ত আট দিন ধরে কেবল হাঁটলাম। আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। গাছের পাতা ছাড়া খাওয়ার আর কিছু ছিল না। সন্তানেরা খেতে চাইছিল। কিন্তু আমরা সঙ্গে কোনো খাবার নিতে পারিনি।’
ছোট্ট একটি নৌকায় করে বাংলাদেশ সীমান্ত পার হয়েছেন বলে জানান রাশিদা। বলেন, ‘এটা খুব বিপজ্জনক ছিল। মনে হচ্ছিল নৌকাটি ডুবে যাচ্ছে। তাই তিন সন্তানকে শক্ত করে আঁকড়ে রেখেছিলাম।রাশিদা আরও বলেন, ‘বাংলাদেশে থেকে আমি খুশি নই। এক একর ধানি জমিতে আমরা গবাদিপশু চরাতাম। আমাদের গ্রামটি খুব সুন্দর ছিল। আমার বাড়ির কথা মনে পড়ে। এখানে আমরা অসহায়বোধ করি। এখন আমাদের ভবিষ্যৎ কী হতে পারে, সে নিয়ে কোনো ধারণা নেই।বাংলাদেশিদের প্রশংসা করে রাশিদা আরও বলেন, ‘এখানে আমরা যথেষ্ট সমর্থন পাচ্ছি না। বাংলাদেশের লোকজন খুবই দয়ালু। তারা আমাদের কাপড় ও খাবার দিচ্ছে। কিন্তু আমি কোনো আন্তর্জাতিক সংস্থার দেখা পাইনি। যদি তারাও আমাদের সাহায্য করত। আমাদের খাবার প্রয়োজন। বিশ্ববাসীর কাছে আমার বার্তা হলো, আমরা শান্তি চাই। শান্তি ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই।’মিয়ানমারে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা সীমান্ত পার হয়ে ঢুকেছে বাংলাদেশে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সহিংসতা নিরসনে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারাই নিজেদের বাড়িঘরে আগুন দিয়েছে বলে দাবি করছে দেশটির কর্তৃপক্ষ। আর তাদের এই দাবিকে সত্য প্রমাণ করতেই আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের একদল সাংবাদিককে। তাঁদের হাতে সাজানো ছবি তুলে দেওয়া হয়। সেই কারসাজি অবশ্য ধোঁকা দিতে পারেনি বিবিসির সাংবাদিক জনাথন হেডসহ অন্য সাংবাদিকদের।বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধি জনাথন হেড জানতেন, এই ধরনের সরকারি সফরে সরকার যা দেখাতে চায়, তা-ই দেখতে হয়। তবে কখনো কখনো সীমাবদ্ধতার মধ্যেও অন্তর্দৃষ্টি দিয়ে বোঝা যায় অনেক কিছু।জনাথন হেড বলেন, প্রথমে তাঁদের রাখাইনে মংডুর একটি স্কুলে নিয়ে যাওয়া হয়, যেখানে বাস্তুহারা হিন্দু পরিবারগুলো ঠাঁই নিয়েছে। পুরো স্কুলটি ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ। এখানে আশ্রয় নেওয়া সবাই একই কথা বলছেনÑরোহিঙ্গারা তাদের ওপর আক্রমণ করেছে, তারা পালিয়ে এসেছে। এর আগে জনাথন হেড বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসা রাখাইনের হিন্দু বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা সবাই জনাথনকে বলেন, রাখাইনদের আক্রমণে তারা পালিয়ে এসেছেন। কারণ, তাঁরা রোহিঙ্গাদের মতোই।মংডুর স্কুলটি পরিদর্শনের পর জনাথনের মনে প্রশ্ন জাগে, আসল সত্যটা কী? কিছুক্ষণের মধ্যে জেনেও ফেলেন সত্যটা। সরকারি বেষ্টনীর মধ্যেই স্কুলে আশ্রিত একজনের বক্তব্য নেন জনাথন। ওই ব্যক্তি বলেন, সেনারা গ্রামের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তবে দ্রুত ওই ব্যক্তিকে শুধরে দেন পাশের জন। তাতেই আসল সত্যটা বুঝে নেন বিবিসির এই সাংবাদিক।এরপর সাংবাদিকদের দলটিকে স্থানীয় বৌদ্ধমন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানেও একজন বৌদ্ধভিঙ্কু অবিরামভাবে বর্ণনা করেন রাখাইন ও অন্যদের ওপর রোহিঙ্গাদের অত্যাচারের কথা। কীভাবে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে রোহিঙ্গারা, সে কথা। প্রমাণ তুলে ধরতে সাংবাদিকদের কাছে ছবিও দেওয়া হয়। তবে ছবিগুলো সাজানো বলে ধরতে পারেন জনাথন। একটি ছবিতে রোহিঙ্গা নারী বলে দাবি করা দুজনকে একটি বাড়িতে আগুন লাগাতে দেখা যায়। এই দুই নারীর একজনকে জনাথন মংডুর স্কুলে হিন্দু নারী হিসেবে আশ্রিত হিসেবে দেখেছিলেন। একই ছবিতে ওই দুই নারীর সঙ্গে একজন রোহিঙ্গা পুরুষ বাড়িতে আগুন দিচ্ছেন বলে উল্লেখ করা হয়। ওই পুরুষকেও জনাথন দেখেছেন সেই স্কুলে নির্যাতিত হিন্দু হিসেবে আশ্রিত। আরেকটি ছবি স্কুলে আশ্রিত নারীকেই অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন জনাথন।পরে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয় স্থানীয় সীমান্ত নিরাপত্তাবিষয়ক মন্ত্রী কর্নেল ফোন টিন্টের কাছে। তাঁর মুখেও একই বক্তব্য। রোহিঙ্গারা নির্যাতন করছে গ্রামবাসীর ওপর। তিনি দাবি করেন, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা। টিন্টে বলেন, আরসার সদস্যরা রোহিঙ্গা গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। তারা প্রতিটি পরিবার থেকে একজন করে সদস্য চায় তাদের সংগঠনের জন্য। যারা রাজি হয়নি, তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আরসার সদস্যরাই মাইন পেতেছে, তিনটি সেতু ধ্বংস করেছে।কর্নেল ফোন টিন্টের কাছে সাংবাদিকেরা জানতে চান, পুরো গ্রাম-ঘরবাড়ি কি আরসাই পুড়িয়ে দিয়েছে? জবাবে তিনি বলেন, এটা শতভাগ নিশ্চিত। সেনাবাহিনী কোনো অত্যাচার করছে না?Ñএমনটা জানতে চাইলে সরকারের ওই প্রতিনিধি বলেন, প্রমাণ কোথায়? অন্যদিকে, কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্রসৈকত থেকে আজ সোমবার সকালে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মিয়ানমার থেকে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনায় নিহত ৯৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি পাল বলেন, বাহারছড়া সমুদ্রসৈকতে আজ সকালে এক কিশোরীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে। পোশাক দেখে নিশ্চিত হওয়া গেছে যে কিশোরীটি রোহিঙ্গা।গত ২৯ আগস্ট থেকে আজ পর্যন্ত টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকার নাফ নদী ও সমুদ্র থেকে ৯৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উখিয়া থেকে উদ্ধার করা হয়েছে সাতজনের লাশ। অন্যান্য লাশ উদ্ধার করা হয়েছে টেকনাফ থেকে।