জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসমা চৌধুরীর ইন্তেকাল

0
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহযোগী অধ্যাপক ড. আসমা চৌধুরী (৫৫) সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তাঁর স্বামী প্রফেসর লিয়াকত আলী বারডেমের চিকিৎসক। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে চাপাই নবাবগঞ্জের গ্রামের বাড়িতে দাফনের কথা রয়েছে। ড. আসমা চৌধুরীর অকাল মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।