অপহৃত শিশু উদ্ধারসহ গ্রেফতার ৩

0
179

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানার অপহরণ মামলার অপহৃত শিশু হাসিবকে উদ্ধারসহ অপহরণ চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে। গত ০৯/০৯/১৭ খ্রিঃ নারায়ণগঞ্জ হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আনোয়ার হোসেন, ২। অহিদা বেগম @ কুট্টি ও ৩। মোঃ শাহিন।
উল্লেখ্য যে, ০৯/০৯/১৭ খ্রিঃ সকাল ১১.৩০ টায় ভিকটিম হাসিব (০২ বছর ৫ মাস) এর চিকিৎসার জন্য তার মা ও বোনের সাথে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপতালে আসে। চিকিৎসা গ্রহণ শেষে ভিকটিমের মা মোছাঃ হাসিনা বেগম তাকে ও তার বোনকে হাসপাতালের বহিঃ বিভাগের সিড়ির গোড়ায় বসিয়ে ওষুধ কিনতে যায়। পরবর্তীতে ওষুধ কেনা শেষে ভিকটিমের মা সিড়ির গোড়ায় ভিকটিম ও তার বোনকে না পেয়ে খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে ভিকটিমের বোন লামিয়া (১১) কে হাসপাতালের মর্গের গেইটে দেখা হলে সে তার মাকে জানায় যে, একজন লোক এসে হাসিবকে তার মায়ের কাছে দেয়ার কথা বলে নিয়ে যায়। তখন ঐ লোকটি ভিকটিমের মায়ের মোবাইল নম্বরও ভিকটিমের বোন লামিয়ার কাছ থেকে নিয়ে যায়। পরে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ভিকটিমের মায়ের নাম্বারে কল দিয়ে ০২ লক্ষ টাকা মু্িক্তপণ দাবী করে।

এ সংক্রান্তে কোতয়ালী থানার মামলা নং-০৮ ধারা-নারীও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৮/৩০, তারিখ-০৯/০৯/২০১৭ খ্রিঃ রুজু করা করা হয়।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা