মিয়ানমারের রাখাইনে দমন অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজারে পৌঁছেছে বলে ধারণা করছে জাতিসংঘ।এই পরিপ্রেক্ষিতে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দেওয়া রোহিঙ্গাদের জন্য দিনে দিনে বিভীষিকা হয়ে উঠেছে নাফ নদী ও বঙ্গোপসাগর। গতকাল বৃহস্পতিবার ভোরে ও সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় সাগরে দুটি নৌকা ডুবেছে। সন্ধ্যা পর্যন্ত নারী, শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯টি শিশু, ৬ জন নারী ও ২ জন যুবক রয়েছেন।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আগের দিন পর্যন্ত তারা ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা আসার কথা বলছিলেন। কিন্তু সীমান্তের নতুন কিছু এলাকায় শরণার্থীদের অবস্থানের তথ্য আসার পর ওই সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখের বেশি মানুষ এসেছে- বিষয়টা এমন নয়। আমরা নতুন নতুন এলাকায় রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার খবর পাচ্ছি, যা আগে হিসাবের মধ্যে ছিল না।
গত ২৪ অগাস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হলে বাংলাদেশ সীমান্তে শরণার্থীদের ঢল নামে।কক্সবাজারের কুতুপালং থেকে শুরু করে থাইংখালী পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে পাহাড়ে পাহাড়ে বাঁশ আর পলিথিনের অসংখ্য ঝুপড়ি গড়ে তুলেছেন এই রোহিঙ্গারা। তাদের নতুন বসতি দেখা গেছে টেকনাফ সীমান্তবর্তী হোয়াইক্যং ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও।মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।এই দফায় তিন লাখের মত রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে পারেন বলে দুদিন আগে ধারণা দিয়েছিলেন জাতিসংঘ কর্মকর্তারা। সেই সংখ্যা শুক্রবারই তার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর ভিভিয়ান তান রয়টার্সকে বলেন, শরণার্থীদের এই সংখ্যা উদ্বেগজনক। এর অর্থ হল, সঙ্কট মোকাবেলায় আমাদের আরও উদ্যোগী হতে হবে এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ শুক্রবার বলেন, নতুন ও পুরনো রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের এক জায়গায় নিয়ে এসে আশ্রয়ের ব্যবস্থা করতে একটি ডেটাবেইজও তৈরি করা হবে।খালেদ মাহমুদ জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলা প্রশাসনের চারজন কর্মকর্তা সেখানে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। এদিকে বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোর ধারণক্ষমতা ছাড়িয়ে রোহিঙ্গারা নতুন নতুন বস্তি তৈরি করায় উদ্বেগ প্রকাশ করে ইউএনএইচসিআরের মুখপাত্র দুনিয়া আসলাম খান সমস্যার মূলে হাত দেওয়ার তাগিদ দিয়েছেন। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন পদক্ষেপ নিতে হবে যাতে রাখাইনের মানুষকে আর পালাতে না হয় এবং যারা পালিয়ে এসেছেন, তারা যেন ফিরে যেতে পারেন। ইউএনএইচসিআরের মুখপাত্র বলেন, প্রাণ হাতে নিয়ে কয়েক দিন ধরে পায়ে হেঁটে এই রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে আসছে। অনেকে আসছে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে। সীমান্তে পৌঁছানোর পর তারা জেলে নৌকায় চড়ে টেকনাফে প্রবেশের চেষ্টা করছে। এই শরণার্থীদের একটি বড় অংশ নারী ও শিশু। তারা আসছে ক্ষুধার্ত, বিপর্যস্ত অবস্থায়। শুধু একটি আশ্রয়ের জন্য তারা মরিয়া। বাঁচার চেষ্টায় পালিয়ে আসার পথে বহু মানুষের মৃত্যুর খবরে আমরা উদ্বিগ্ন।দুনিয়া আসলাম খান বলেন, ইউএনএইচসিআর ও সহযোগী সংস্থাগুলো কুতুপালং ও নয়াপাড়া ক্যাম্পে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য জরুরি সহায়তা দিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের জরুরি সহায়তাপ্রাপ্তি নিশ্চিত করতে আসার পরপরই তাদের নিবন্ধনের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন ইউএনএইচসিআরের এই কর্মকর্তা।গত ২৯ আগস্ট রাত থেকে গতকাল (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১০ দিনে নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ১৯টি নৌকা ডুবেছে। মারা গেছে ৯১ জন। এর মধ্যে টেকনাফ থেকেই ৮৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছড়া উখিয়ায় নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছে ৭টি লাশ। ৭ লাশের ৫টিতেই গুলির চিহ্ন ছিল। গতকাল পর্যন্ত উদ্ধার হওয়া ৮৮টি লাশের মধ্যে ৪৯টিই শিশু। নারী ২১ জন। অন্যরা পুরুষ।গতকাল ডুবে যাওয়া একটি নৌকায় ছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার খোয়াই সং গ্রামের জেলে মমতাজ উল্লাহ। প্রাণে বাঁচতে স্ত্রী ও দুই জমজ সন্তানকে নিয়ে বুধবার রাতে দেশ ছাড়েন তিনি। স্বামী-স্ত্রী প্রাণে বেঁচে গেলেও দেড় বছর বয়সী তাঁদের দুই জমজ সন্তান মারা গেছে।
মমতাজ উল্লাহ বলেন, নাফ নদী পাড়ি দেওয়ার সময় প্রথমে কোস্টগার্ডের বাধার মুখে পড়েন তাঁরা। পরে মিয়ানমারের জলসীমার (নাফ নদীর এক পারে বাংলাদেশ, অন্য পারে মিয়ানমার। এই নদীতে দুই দেশেরই জলসীমা রয়েছে) নাইক্ষ্যংদিয়া এলাকায় কয়েক ঘণ্টা অবস্থান করে তাদের নৌকাটি। ১৫ শিশু, ১৫ নারী ও ৯ পুরুষসহ ৩৯ জন রোহিঙ্গা ছিল নৌকায়। মাঝি ছিলেন বাংলাদেশি।মমতাজ বলেন, গতকাল সকালে কোস্টগার্ডের টহল দলটি অবস্থান পরিবর্তন করলে তাদের নৌকাটি পুনরায় যাত্রা শুরু করে। সাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া উপকূলের কাছাকাছি এসে সকাল সাড়ে আটটার দিকে নৌকাটি উল্টে ডুবে যায়। সাঁতরে স্ত্রীসহ তিনি কূলে উঠতে পারলেও জমজ দুই ছেলে মো. হাসান ও মো. হোসেন সাগরে ভেসে গেছে। বেলা ১১টার দিকে মাঝেরপাড়া সৈকতে ৩০ মিনিটের ব্যবধানে তাঁর দুই সন্তানের লাশ ভেসে ওঠে। তিনি বলেন, ২০১০ সালের আগস্ট মাসের শেষের দিকে নছিমা খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ছয় বছর পর ২০১৬ সালের এপ্রিল মাসে জমজ সন্তান হয় তাঁদের।
মমতাজের মতোই আরেক রোহিঙ্গা রহিম উল্লাহ গতকাল দুপুরে শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সাগর উপকূলে সৈকতে দুই বছরের মেয়ে খালেদা ও স্ত্রী আরেফা বেগমকে খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি বলেন, নৌকাডুবিতে স্ত্রী ও মেয়েকে এভাবে হারানোর চেয়ে দেশে মিয়ানমারের সেনাবাহিনীকে মোকাবিলা করা ভালো ছিল। তিনি বলেন, কিছুদিন আগে হঠাৎ করে গ্রামের লোকজনকে গণনা ও ছবি তোলার কথা বলে সেনাবাহিনী ৫৩ জন পুরুষকে ধরে নিয়ে যায়। এরপর ১৫-২০ লাখ টাকা (মিয়ানমারের মুদ্রায়) নিয়ে ১১ জনকে ছেড়ে দেয়। কিন্তু তাঁর বাবা খলিলুর রহমান, ছোট ভাই আবদুর রহমান, কেফায়েত উল্লাহসহ অন্যদের আটকে রাখে। ফেরত আসা লোকজনের কাছে শুনেছেন, যাঁরা টাকা দেননি তাঁদের গুলি করে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে। গ্রামের লোকজন নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছেÑএ খবর পেয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি বুধবার রাতে নৌকায় ওঠেন। নৌকাডুবির পর থেকে মেয়ে ও স্ত্রী নিখোঁজ রয়েছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, রোহিঙ্গাবাহী ইঞ্জিনচালিত দুটি নৌকাডুবির পর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৪টি, টেকনাফ সদর এলাকা থেকে ১০টি ও বাহারছড়া উপকূল থেকে ৩টি লাশ স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় উদ্ধার করেন তাঁরা। ওই সব এলাকার ইউপি সদস্যদের মাধ্যমে লাশগুলো দাফন করা হবে বলে জানান তিনি।
এদিকে নাফ নদী পেরিয়ে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ঢোকার চেষ্টাকালে বুধবার রাত থেকে গতকাল সকাল সাতটা পর্যন্ত ২ হাজার ৪০২ রোহিঙ্গাকে আটক করে বিজিবি ও কোস্টগার্ড। আটক রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী বলে জানান কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল বিন রশিদ।আটক রোহিঙ্গাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম। গ্রামটিতে ঢুকে প্রথম বাড়িতেই আগুনের চিহ্ন দেখা গেল। আগুন দেওয়া হয়েছে আরও অনেক বাড়িতে। মনে হলো, কিছুক্ষণ আগেই এই আগুন দেওয়া হয়েছে। একদল তরুণকে তলোয়ার ও দেশলাই হাতে নিয়ে ঘুরতে দেখা গেল। চোখে পড়ল গ্রামের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা ও নারীদের পোশাক।বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধি জনাথন হেডের বর্ণনা এটি। সম্প্রতি মিয়ানমার সরকারের আমন্ত্রণে সাংবাদিকদের একটি দল রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতি দেখতে যান। সেই দলে ছিলেন জনাথন হেড। সাংবাদিকদের এই দলে অংশগ্রহণের শর্ত ছিল, সবাইকে একসঙ্গে থাকতে হবে। স্বাধীনভাবে কোথাও চলাফেরা করা যাবে না। সরকারের নির্ধারণ করে দেওয়া জায়গাগুলোতেই শুধু তাঁদের নিয়ে যাওয়া হবে। সেটাই করা হয়েছে।জনাথন হেড বলেছেন, তিনি একটি রোহিঙ্গা গ্রাম পুড়ে যেতে দেখেছেন। রাখাইনের মংগদু জেলায় আল লে থান কিয়া শহর পরিদর্শন শেষে ফিরে আসার সময় কিছু পুড়িয়ে দেওয়া বাড়িঘর তাঁর নজরে আসে। তখনো সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। পুলিশের পক্ষ থেকে তাঁদের বলা হয়, রোহিঙ্গা মুসলিমরা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন দিয়েছে। যদিও ২৫ আগস্ট পুলিশ চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) জঙ্গিদের হামলার পর শুরু হওয়া সেনা অভিযানে বেশির ভাগ বাসিন্দাই পালাতে বাধ্য হন। জনাথন বলেন, সেখানে থাকতেই আমরা স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ শুনতে পাই। অন্তত তিনটি স্থান থেকে ধোঁয়া উড়তে দেখি।জনাথন বলেন, ‘আমাদের পেছনে বনের পাশে ধানখেত থেকে বড় ধোঁয়ার কু-লী দেখা যাচ্ছিল। সেটি স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল একটি গ্রাম। বিষয়টি জানার জন্য আমরা সেখানে ফিরে যাই। পৌঁছানোর পর গ্রামের প্রথম বাড়িতেই আগুনের চিহ্ন দেখতে পাই। চিহ্ন দেখে স্পষ্ট মনে হয়, কিছুক্ষণ আগেই সেখানে আগুন লাগানো হয়েছে।জনাথনের বর্ণনায়, ‘গ্রামটিতে যখন হাঁটছিলাম তখন তরুণদের একটি দল চোখে পড়ে। তাদের হাতে দেশলাই ও তলোয়ার ছিল। আমরা তাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করলেও তারা রাজি হয়নি। তাদের ছবিও তুলতে দেয়নি। আমাদের মিয়ানমারের সহকর্মীরা তাদের সঙ্গে কথা বলেন। তরুণদের একজন স্বীকার করেন, তিনি রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দিয়েছেন। এ জন্য তিনি পুলিশের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন।দিল বাহারের বয়স ৬০। মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে প্রাণ গেছে তাঁর ছেলে মাহবুবের। ঘরবাড়ি ছারখার হয়েছে। নাতি আর স্বামীকে নিয়ে পালিয়ে ১২ দিন কাটিয়েছেন পাহাড়-জঙ্গলে। সঙ্গে থাকা চাল শেষ হয়ে গেছে আট দিনেই। বাকি দিনগুলো কাটিয়েছেন বৃষ্টির পানি আর লতাপাতা খেয়ে।এরপর মাছ ধরার কাঠের নৌকায় চেপে এসে নেমেছেন বাংলাদেশ সীমান্তের উপকূলে। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় বিবিসির সাংবাদিক সঞ্জয় মজুমদারের সঙ্গে।ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন রোহিঙ্গা নারী দিল বাহার। দিল বাহার একটানা কাঁদছিলেন। তাঁর স্বামী জাকির মামুন পেছনে দাঁড়িয়েছিলেন। মুখে দাঁড়ি। দুর্বল শরীর। সঙ্গে রয়েছে নাতি মাহবুব। কিশোর মাহবুবের হাত ব্যান্ডেজের মতো করে বেঁধে রাখা হয়েছে। ব্যথায় কুঁকড়ে যাচ্ছে তার মুখ। দিল বাহার জানালেন, মাহবুবের হাতে গুলি লেগেছে।
জাকির মামুন জানালেন, বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে মিয়ানমারের বুথিডং এলাকায় তাঁদের বাড়ি। হঠাৎই হামলা চলে তাঁদের গ্রামে। জাকির বলেন, ‘সেনাবাহিনী আমাদের বাড়িসহ অনেক বাড়িতে বোমা ছোড়ে। আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসী পালানোর চেষ্টা করলে নির্বিচারে গুলি চালায়। সারা রাত ধরে গুলি চলেছে। পরদিন সকালে দেখি গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামের বাড়িগুলো থেকে ধোঁয়া উড়ছে। সবকিছু হারিয়েছি আমরা। হামলায় মারা গেছেন আমার ছেলেÑমাহবুবের বাবা। পরে আমরা প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে পাহাড়ি এলাকায় ঢুকে পড়ি।জাকির-দিল বাহারের সঙ্গে কথা বলে জানা গেল, প্রাণভয়ে বিধ্বস্ত বাড়ি থেকে কয়েকটি বাসনপত্র ও চাল নিয়ে বের হন তাঁরা। ১২ দিন ধরে তাঁরা দুটি পাহাড় ও বনজঙ্গলে ঘুরেছেন। তাঁদের কাছে যেটুকু চাল ছিল, তা আট দিনেই শেষ হয়ে যায়। নিরুপায় হয়ে লতাপাতা ও বৃষ্টির পানি খেয়ে প্রাণ বাঁচান তাঁরা। বাংলাদেশ সীমান্তের উপকূলে নামার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে মাহবুবকে।আবার দেখা হবে ভাবেননি নাবি হাসান ও বোন রহিমা খাতুন।বিবিসির সৌজন্যেছোট ছোট নৌকায় চেপে বাংলাদেশ উপকূলে ভিড়ছে রোহিঙ্গারা। কাছাকাছি গেলে দেখা যাবে গাদাগাদি করে আছে রোহিঙ্গারা। নৌকার পাটাতনে রয়েছেন নারীরা। শক্ত করে ধরে রেখেছেন শিশুদের। পুরুষেরা নৌকার একদিকে বসে রয়েছেন। সীমান্তের শ্যামলাপুরের কাছেই আরেকটি নৌকা ভিড়ল। তীরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কালো পোশাক পরা মধ্যবয়সী এক নারীকে। নাম রহিমা খাতুন। উদ্বিগ্ন চোখে তাকাচ্ছিলেন এদিক-সেদিক। রহিমা খাতুন তাঁর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। জানালেন, ১০ দিন আগে মিয়ানমারের মংগদুতে তাঁদের এলাকায় হামলা হয়। পালানোর সময় তাড়াহুড়োতে অনেকেই আলাদা হয়ে যায় একে অন্যের থেকে। তখন থেকেই প্রতিদিন তীরে এসে ভাই নবি হাসানকে খোঁজেন রহিমা। ৪ নম্বর নৌকাটি তীরে ভেড়ার সঙ্গে সঙ্গে সামনের দিকে ছুটে গেলেন রহিমা। তাঁর দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসতে দেখা গেল এক যুবককে। পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন তাঁরা। বোঝা গেল তিনিই রহিমার সেই হারিয়ে যাওয়া ভাই।রহিমা ও নাবি ভাবেননি আবার দেখা হবে। নাবি বললেন, ‘পরিবারের ১০ সদস্যের মধ্যে বেঁচে আছি মাত্র দুজন। গ্রামে হামলা চালিয়েছে সেনাবাহিনী।মিয়ানমারের সেনাবাহিনী এ ধরনের হামলার কথা অস্বীকার করেছে। তাদের ভাষ্য, তারা কেবল রোহিঙ্গা জঙ্গিদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। রাখাইনে পুলিশ চৌকিতে হামলাকারীদের লক্ষ্য করেই তাঁদের অভিযান।