সাগরপথে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা : টার্গেট জেলে ট্রলার

0
256

কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুর-মহিপুরে দীর্ঘবছর ধরে বসবাস করে আসা রোহিঙ্গাদের সংখ্যা সর্বশেষ পরিসংখ্যান অফিসের তথ্যানুসারে ৭৪টি পরিবার। মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞে এখন বাংলাদেশের পার্বত্যঅঞ্চলে আশ্রয়ের জন্য এদের ¯্রােত বইছে। আর এর মধ্য থেকে একটু অবস্থাপন্নরা বিভিন্ন দালালের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। কলাপাড়ার মহিপুর-আলীপুরে ইতোপুর্বে জেলে হিসেবে ট্রলারে কাজ করতে গিয়ে আশ্রয় নেয় রোহিঙ্গারা। এরা স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে ৭৪ টি পরিবারের অধিকাংশ সদস্য এখানকার ভোটার হয়ে গেছে। বর্তমানে রোহিঙ্গা ¯্রােতে কলাপাড়ার ৭৪ পরিবারের স্বজনেরা নানা কায়দায় আশ্রয় নিতে পারে। এমনকি এখন চলছে ভোটার তালিকা হাল-নাগাদের কাজ। ছবি তোলার কাজ চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। সম্প্রতি সরকারিভাবে চট্টগ্রাম বিভাগের চার জেলার ৩০টি উপজেলাকে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কিন্তু রোহিঙ্গা থাকা সত্ত্বেও কলাপাড়া উপজেলাকে এর আওতায় আনা হয়নি। বিশেষ নজরদারিতেও রাখা হয়নি। এই সুযোগে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হওয়ার ধান্ধায় কেউ কেউ চেষ্ট চালাচ্ছে বলে জনশ্রুতি রয়েছে। মহিপুর থানা পুলিশ বরাবরের মতো বলে আসছে ওই ৭৪ পরিবারে তাঁদের বিশেষ নজরদারি রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, কোন ট্রলারে কারা জেলে হিসেবে সাগরে মাছ শিকার করে তা ট্রলার মালিক জানেন না। এমনকি অনেক সময় মাঝি পর্যন্ত জানেন না। কারন ট্রলার ডুবিতে কিংবা জলদস্যুর অপহরনের সময় নিখোঁজ জেলেদের সকলের নাম কেউ জানাতে পারে না। ট্রলার ভিত্তিক জেলেদের থাকেনা কোন তালিকা কিংবা পরিচয়। আর এই সুযোগে রোহিঙ্গারা কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন ট্রলারে জেলে হিসেবে বিনা পয়সায় কয়েকদিন কাজ করে একসময় কিনারে আস্তানা গড়ে। এভাবে জন¯্রােতে মিশে একাকার হয়ে যায় মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ জানান, এই এলাকা রোহিঙ্গাদের অবস্থান রয়েছে তা তিনি জানেন না। বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলীপুর বেড়িবাঁধের বাইরে এদের অধিকাংশের বসবাস। স্থানীয়রা জানান, এরা অনেকে বিভিন্ন স্থান থেকে মাদকের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এরা নিজেদের মধ্যে যখন কথাবার্তা বলে তা স্থানীয়রা বোঝে না। অধিকাংশ মহিলারা থামি (মেক্স্রির মতো এক ধরনের নিজস্ব পোষাক) পরিধান করে। রফিক নামের এক ব্যক্তির বিরুদ্ধে পাওয়া গেল এন্তার অভিযোগ। স্থানীয়দের ভাষ্য, ‘রোহিঙ্গা রফিক কোন কাজকর্ম করেনা। ঘোরাফেরা করে। বাঁধের স্লোপে সারেংবাড়িতে ভাড়ায় থাকে স্ত্রী-সন্তান নিয়ে। বেশ আরাম আয়েশেই দিন কাটছে। দুই হাতে প্রচুর টাকা খরচ করে।’ অসংখ্য অভিযোগ, রফিক কোন অপরাধপ্রবণ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে। এদের মধ্যে আবার অনেকে সন্ত্রাসী কর্মকান্ডের কারণে মানুষের কাছে মুর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। এদের একজন ফজল ওরফে ফজইল্যা। আলীপুর বাজারে বহুবার প্রকাশ্যে সশস্ত্র ধাওয়া পাল্টাধাওয়ায় অংশ নেয়। দিয়েছে দিনের বেলা রামদা সহড়া। মাদক, ইয়াবাসহ চোরাচালানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কয়েকমাস ধরে ফজইল্যা নিরুদ্দেশ। জনশ্রুতি রয়েছে ফজইল্যার আরেক ভাই করিম অবৈধপথে মালয়েশিয়া চম্পট দিয়েছে।ইতোপুর্বে কলাপাড়ায় স্থায়ীভাবে অবস্থান নেয়া রোহিঙ্গারা শতকরা ৯০ ভাগ ট্রলারের জেলে হিসেবে কাজ করছে বলে নিশ্চিত হওয়া গেছে। আর কক্সবাজার, টেকনাফ, উখিয়াসহ বৃহত্তর চিটাগং অঞ্চলের শত শত মাছ ধরার ট্রলার কলাপাড়ার আলীপুর-মহিপুর এলাকায় অবস্থান করে সাগরবক্ষে মাছ শিকার করে। রোহিঙ্গাদের প্রথমে আশ্রয় দেয়ার সুযোগে এক শ্রেণির ট্রলার মালিকরা শুধুমাত্র দুবেলা পেটের যোগান দিয়ে কাজে লাগায়। আবার ধান্ধাবাজরা বিভিন্ন ধরনের অপরাধপ্রবণ কাজের সঙ্গে লাগিয়ে দেয়। কেননা এতে রাজি না থাকলে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখানো হয়। তাই যাতে কলাপাড়ার মাছ শিকারের সঙ্গে জড়িত জেলেগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে কোন রোহিঙ্গা জনগোষ্ঠী যেন নতুন করে আস্তানা না গাড়তে পারে এজন্য মহিপুর থানা পুলিশ সচেষ্ট আছেন বলে ওসি মিজানুর রহমান জানিয়েছেন।