মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের জন্য বড় ধরনের বোঝা হয়ে দেখা দিলেও সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ সফররত তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলুর সাক্ষাৎকালে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এ দায়িত্ব গ্রহণ করতে হবে। এছাড়া শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের মানবিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শেখ হাসিনা বলেন, তার সরকার শরণার্থীদের সনাক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে শরণার্থীদের ছদ্মাবরণে কোন সন্ত্রাসী বাংলাদেশে প্রবেশ করতে না পারে। খ হাসিনা সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমরা কোন দেশের বিরুদ্ধে কোন বিদ্রোহী অথবা সন্ত্রাসী কার্যক্রমে আমাদের ভূমি ব্যবহার করতে দেবো না। সন্ত্রাসীদের কোন ধর্মীয় এবং আঞ্চলিক পরিচয় নেই। এমিনে এরদোগান মিয়ানমারের শরণার্থীদের প্রতি বাংলাদেশের মানবিক সাড়া দানের প্রশংসা করেন এবং এই ইস্যুতে বিশ্ব জনমত সৃষ্টির জন্য ইস্তাম্বুলের উদ্যোগের কথা প্রধানমন্ত্রীকে জানান।

তিনি বলেন, তুরস্ক এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরির চেষ্টা করছে। কারণ এই সংকট নিরসনে সারা বিশ্বের দায়িত্ব রয়েছে। তুরস্ক এই ইস্যুটি কাজাখস্তানে অনুষ্ঠেয় ১৩তম ওআইসি শীর্ষ সম্মেলনেও উপস্থাপন করবে। তুরস্কের ফার্স্ট লেডি বলেন, তার দেশ বিপুলসংখ্যক শরণার্থীর আশ্রয় দেয়ার সমস্যা অনুধাবন করতে পারে।