প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা দিতে ওয়াশিংটনে আ.লীগের প্রস্তুতি

0
0

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতিসভা করেছে স্থানীয় আওয়ামী লীগ।আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে শেখ হাসিনার ওয়াশিংটন ডিসিতে যাবার কথা রয়েছে। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আসবেন ১৭ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে তাকে গণসংবর্ধনা দেবে স্থানীয় আওয়ামী লীগ।২১ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দেওয়ার পরদিন তিনি ভার্জিনিয়ায় যাবেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তার ভার্জিনিয়ায় থাকার কথা রয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে নিরালা রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ও মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ নেতাদের এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সভা পরিচালনা করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী বাকী।সিদ্দিকুর রহমান বলেন, মেট্রো ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে মেট্রোপলিটন এলাকার ৩ কমিটির সমন্বয়েই সবকিছু করা হবে। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরে ১৯ সেপ্টেম্বর গণসংবর্ধনা ও অন্যান্য কর্মকান্ডে আপনাদের আমন্ত্রণ।এম নবী বাকী শেখ হাসিনাকে অভ্যর্থনা ও ২৮ সেপ্টেম্বর তার ৭০তম জন্মদিনে একটি সমাবেশ করার মতামত দেন।ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের দিন হোটেলের সামনে বর্তমান সরকারের উন্নয়ন-অগ্রগতির সমর্থনে শান্তিপূর্ণ পথ-সমাবেশ’ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।প্রস্তুতিসভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন সহ সভাপতি আবুল কাসেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও কার্যকরী কমিটির সদস্য শাহানারা রহমান ।