রোহিঙ্গা বিষয়ে অং সান সু চির দাবি অযৌক্তিক: অ্যামনেস্টি

0
0

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সবাইকেই মিয়ানমার সরকার সুরক্ষা দিচ্ছে বলে ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি যে দাবি করেছে তা সম্পন্ন অযৌক্তিক বলে মন্তব্য করেছে মানবাধিকার সংঘঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে সু চির মন্তব্যর কড়া সমালোচনা করে বুধাবার এক বিবৃতি প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির ক্রা্ইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটছে তা মানবাধিকার লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়। কিন্তু রাখাইন রাজ্য রোহিঙ্গাদের রক্ষা করতে অং সান সু চি সরকার তেমন কোন উদ্যোগ গ্রহণ করেনি। এর ফলে পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারন করেছে।

প্রায় ১ লাখের বেশি লোক দেশ ছেড়েছে, হাজার হাজার মানুষ তাদের রাজ্য ছেড়েছে, বাস্তুহারা হয়েছে, তারপরও মুসলিম অধ্যুষিত রোহিঙ্গা জনগোষ্ঠির উপর মিয়ানমারের সরকারি বাহিনী অত্যাচার অব্যাহত রেখেছে। তাদের হিংসাত্মকভাবে ধ্বংস করা হচ্ছে। মিয়ানমার সরকার দাতা সংস্থাগুলো প্রবেশের যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা যতদ্রুত সম্ভব তুলে নিয়ে অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়াতে দেয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আগস্টের ২৫ তারিখে অস্ত্রধারী রোহিঙ্গাদের আক্রমণের পর থেকে মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার কাছাকাছি বলে জানিয়েছে এই সংগঠনটি। যাদের মধ্যে মহিলা ও শিশু বেশি। এটি একবড় ধরনের মানবিক বিপর্যয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান এই মহূর্তে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে এই বিবৃতি দিয়েছেন। সরেজমিনে ঘুরে তিনি বলেন, মিয়ানমারের আর্মি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয় ঘটেছে। রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হিসাবে অবস্থান করছে এবং তাদের উৎপত্তিগত ভাবেই দীর্ঘ দিন ধরে বৈষম্য করে আসছে মিয়ানমার সরকার। এখন পর্যন্ত মানবাধিকার কর্মীদের রাখাইন রাজ্যে প্রবেশে হাজার খানেক ঝুঁকি আছে বলে মন্তব্য করেন তিরানা হাসান।