মহাদেবপুরে ইউপি সদস্যের অপসারনের দাবীতে ফূঁসে উঠেছে এলাকাবাসী

0
238

ইউনিয়ন পরিষদ বাঁচাও-ইউপি সদস্য হটাও এই শ্লোগানে নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী জান্নাতুন ফেরদৌস এর প্রতিবন্ধী ভাতার ৭ হাজার ২’শ টাকা আত্মসাতে অভিযুক্ত উত্তরগ্রাম ইউপি সদস্য ফিরোজ হোসেনের অপসারনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে এলাকাবাসী।বুধবার সকাল ১০ টায় উপজেলার মোল্লাকুড়ি মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সমম্পাদক আজাম উদ্দিন,সাংবাদিক ইউসুফ অালী,সমাজসেবক সোহেল রানা,নুরুজ্জামান বাবু,মেহেদি হাসান প্রমূখ।এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইউপি সদস্য ফিরোজ হোসনের অপসারন ও গ্রেফতারের দাবী জানান।সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বক্তারা।প্রতিবাদসভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণসাক্ষর সম্বলিত স্বারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

মোঃখালেদ বিন ফিরোজ,নওগাঁ প্রতিনিধি