জয়নুল বাঁচতে চায়!

0
0

 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। প্রতিটি মানুষের বাঁচার অধিকার আছে। কিন্তু সামান্য অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে জয়নুল আজ মৃত্যুপথযাত্রী। আপনার আমার সামান্য সাহায্য সহযোগীতাই পারে জয়নুলের মতো একজন অসহায় লোকে জীবন বাঁচাতে। আসুন জয়নুলের জীবন বাঁচাতে সবাই এগিয়ে আসি!

সহায়সম্বলহীন জয়নুল হক বাঁচতে চায়। সামান্য কিছু টাকা খরচ করে চিকিৎসা করতে পারলে সে আগের মতো সাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু তার কোন উপায় নাই। কোন সহৃদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়ত তার চিকিৎসা করা সম্ভব।

রিকশা চালিয়ে জীবীকা নির্বাহ করেছিলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পুর্ব সিন্দুর্না এলাকার মৃত্যু আছান উদ্দিনের ছেলে জয়নুল হক (৫৫)।  একবছর যাবত জন্ডিস, গলব্লাডারে পাথর ও খাদ্যনালীতে টিউমার রোগে বিছায় পড়ে আছে জয়নুল হক। কিছুই খেতে পারে না। কেউ তাকে দেখতে গেলে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আর বাঁচার জন্য আকুতিমিনুতি জানায়। ইতিমধ্যে এলাকাবাসীর সাহায্য সহযোগীতা আর শেষ সম্বল রিকশাটি বিক্রি করে তার চিকিৎসার পিছনে ব্যয় হয়েছে অনেক টাকা।

ডাঃ বলেন দ্রুত জয়নুলের গলব্লাডারের পাথর ও খাদ্যনালীর টিউমার অপারেশন করতে হবে। তানাহলে সে বেশিদিন বাঁচবেনা। অপারেশন করতে প্রয়োজন প্রায় একলক্ষ টাকা।

সিন্দুর্না ইউনিয়ন ভুমি অফিসের সরকারি জমিতে ভাঙ্গা কুঠিরে তাদের বসবাস। সে বাড়িও ভেঙ্গে অন্যত্র নিয়ে যাবার জন্য লাল নোটিশ দিয়েছে সরকারি কর্তৃপক্ষ। সংসার চলে স্থানী ইউপি মেম্বর ও চেয়ারম্যানের দেওয়া কার্ড স্লিপের মাল দিয়ে। তাও আবার তাদের ভাগ্যে কোনদিন খাবার জোটে আবার কোনদিন জোটে না।

জয়নুলের স্ত্রী আছিয়া বেগমের সাথে কথা হলে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমাদের গরীব মানুষের বাঁচার কোন অধিকার নাই। ঘরে এক মুঠো খাবারও নাই, মৃত্যুরমুখে অসুস্থ স্বামীর চিকিৎসা করার মতো একটি টাকাও নাই।
একদিকে টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় স্বামীর জীবন আজ মৃত্যরমুখে অপরদিকে বাড়ি ভেঙ্গে অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাবে এই চিন্তায় আছিয়া বেগমের যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় পাবে আর কে দিবে এতো টাকা। তার যে কোন উপায়ই নাই।

আছিয়া বেগম কান্নাজরিত কন্ঠে আরও বলেন, দেশে তো শত কোটি টাকার মালিক অনেকেই আছে কিন্তু আমার স্বামীর জীবন বাঁচাতে সাহায্য করার মতো কি কেউ নাই। কেউ যদি আমার স্বামীর জীবন বাঁচাতে একটি টাকাও হলে সাহায্য করতো, তার এহকাল ও পরকাল উভয়েই মঙ্গল হত।  দেশের বিত্তবান ব্যক্তির কাছে আর্থিক সাহায্য সহযোগীতা পাবার জন্য আকুল আবেদন করেন জয়নুলের স্ত্রী আছিয়া বেগম।

সিন্দুর্না ইউপির ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, জয়নুল খুবই অসহায় লোক, গলব্লাডারে টিউমার হবার কারনে সে কিছুই খেতে পারেনা। স্বামীর চিকিৎসা করা তো দুরের কথা তাদের নিজের জীবন বাচার মতো কোন উপায় নাই। ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সুযোগ সুবিধা জয়নুলের পরিবারকে দেন বলে জানান ঐ মেম্বার।

সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরুল আমিনও একই কথা বলেন। জয়নুলের চিকিৎসার্থে দেশের বিত্তবান দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান ঐ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন।

যোগাযোগ করুণ প্রতিবেদক ০১৭২১২১৭৭৭১ অথবা সিন্দুর্না ৯ ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ০১৭২৩২৬৬৯৬০!