রাজধানী ফাঁকা : অফিস খুললেও কাটেনি ছুটির আমেজ

0
0

দু’দিন পার হলেও এখনও রাজধানীতে কাটেনি ছুটির আমেজ।প্রধান সড়কগুলো এখনও পায়নি তার চিরায়ত রূপ। বেশিরভাগ রাস্তাই এখনও গণপরিবহনশূণ্য। তবে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কম সংখ্যায় হলেও স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদের তিন দিনের ছুটি কাটিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় খুললেও প্রথম দিনে নেই তেমন কোনো কর্মব্যস্ততা; রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলও সরগরম হয়ে ওঠেনি।ঈদুল আজহায় এবার তিনদিন ছুটির মধ্যে দুদিনই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ে গেছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের হিসেবে এবার তারা ছুটি ‘কম পেয়েছেন।বাড়তি ছুটি না পাওয়ায় অনেকে এবার ঢাকাতেই ঈদ করেছেন বলে সোমবার অফিস খোলার পর প্রথম কর্মদিবসে উপস্থিতি ছিল অন্যান্য ঈদের পর অফিস খোলার প্রথম দিনের চেয়ে তুলনামূলকভাবে বেশি। সোমবার সচিবালয়ে উপস্থিতির হার ৭৫ শতাংশের বেশি হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ধারণা দেন।
আর ঈদের ছুটি শেষ করে সপ্তাহের প্রথম দিন যারা অফিস করছেন তারাও আছেন অনেকটা উৎসব-আনন্দে। ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন সহকর্মীদের সঙ্গে। তবে প্রায় সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। মতিঝিলের ব্যাংক পাড়া, রাজধানীর বিভিন্ন এলাকার সরকারি বেসরকারি অন্যান্য অফিস ও উন্নয়ন সংস্থা ঘুরে এ চিত্র দেখা গেছে। বাংলামোটর, ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজারে নেই আগের মতো গাড়ির হর্ন। গাড়ি কম চললেও গণপরিবহনের অপেক্ষাতেও নেই কেউ। দিনভর এ চিত্রই দেখা গেছে রাজধানীতে।ঈদে রাজধানীতে মানুষ যেমন কমেছে, তেমনি রাস্তায় কমে গেছে গণপরিবহন চলাচল। তাই যারা ঢাকাতে রয়ে গেছেন, ব্যক্তিগত গাড়ি ছাড়া তাদের পরিবহনের জন্য ভোগান্তিও পোহাতে হচ্ছে। জানা গেছে, ঈদের ছুটি শেষে সাধারণ নিয়মে সকাল ৯টায় অফিস চাঞ্চল্য থাকলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম ছিল। মাত্র ২০ থেকে ৩০ শতাংশ উপস্থিতি ছিল সচিবালয়ে। সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ে সকাল থেকেই নিজ দফতরে দায়িত্বপালন করেন। কর্মচারিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মান্ত্রিসভার বৈঠকের কারণে ঈদের পরেও মন্ত্রী, প্রতিমন্ত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ অন্যান্য মন্ত্রীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন।বাংলামোটর মোড়ে কথা হয় জোবায়ের রুবেলের সঙ্গে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের রুবেল বলেন, গ্রামের বাড়ি সিরাজগঞ্জে গিয়েছিলেন ঈদের আগের দিন। বুধবার(৬ সেপ্টেম্বর) ঢাকায় ফেরার কথা থাকলেও জরুরি কাজের প্রয়োজনে ঢাকায় ফিরতে হয়েছে দু’দিন আগে।যানজটহীন ঢাকার চিত্র দেখে জোবায়ের বলেন, এই সময় ঢাকাকে দেখতেই ভালো লাগে। শ্যামলী বাসস্ট্যান্ড থেকে বাংলামোটর আসতে সময় লেগেছে মাত্র ১৭ মিনিট। এটা চিন্তাই করা যায় না।ছুটির পরেও রাজধানীর এই ফাঁকা চিত্র রবিবার আর থাকবে না বলে জানান পথচারিসহ অনেকেই। মঙ্গল, বুধ এবং বৃহষ্পতিবার ছুটি কাটিয়ে শুক্রবার বন্ধ শেষে শনিবার তারা ঢাকার উদ্দেশে রওনা দেবেন অনেকেই। আগামী রবিবার ঢাকা ফিরে পাবে তার চিরন্তন রূপ, জানালেন পথচারীরা।ধানমন্ডি ২৭ নম্বরের কথা হয় পথচারী জান্নাতুল মাওয়ার সঙ্গে। তিনি বলেন, মেয়ের লেখাপড়ার কথা চিন্তা করে ঈদের একদিন পরই ফিরতে হলো ঢাকায়। আরও কয়টা দিন থাকতে পারলো ভালো লাগতো।ঢাকায় নেমে তার অনভূতি কেমন হয়েছে তা জানান জান্নাতুল মাওয়া। তিনি বলেন, এ ঢাকাকে চিন্তাই করা যায় না। প্রতিবার ঈদের ছুটিতে বাড়ি থেকে ফেরার পর এই অনুভূতি হয়। কিন্তু শূন্য ঢাকা ভালো লাগছে না। আমরা আসলে যানজটের ঢাকাকেই ভালোবাসি।পরীবাগে কথা হয় টুটুল, ইফতি, অদিতিসহ একদল তরুণের সঙ্গে। সেখানে তারা বাইক রাইড করছিলেন। এ ধরণের বাইক রাইড ঝুঁকিপূর্ণ মনে হয় কিনা জানতে চাইলে অদিতি বলেন, ‘ঝুঁকিপূর্ণতো অবশ্যই। কিন্তু ঢাকার রাস্তা এমন পাওয়া যায় না, তাই আমরা এ সময়ের অপেক্ষায় থাকি। কবে ঢাকার রাস্তা ফাঁকা হবে, আর আমরা এভাবে বাইক চালাবো, বাইক নিয়ে রেস করবো।’রাজধানীর অফিসপাড়া হিসেবে খ্যাত মতিঝিলেও সোমবার ছিল ঈদের ছুটির আবহ। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুললেও স্বাভাবিক কর্মচাঞ্চল্য এখনও ফেরেনি।এদিন যারা কর্মস্থলে যোগ দিয়েছেন, তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়, খোশগল্প আর টুকটাক দাপ্তরিক কাজ করেই কর্মঘণ্টা পার করছেন।যারা ঢাকা বা আশপাশের এলাকা থেকে প্রতিদিন অফিস করেন, ছুটির পর সোমবার তারা যথারীতি কর্মস্থলে এসে যোগ দিয়েছেন।আর যারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে গ্রামে গিয়েছিলেন, তাদের অধিকাংশই এখনও ফিরতে পারেননি। কাউকে কাউকে দুপুরে এসেও কর্মস্থলে যোগ দিতে দেখা যায়।বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক বিশ্বজিৎ কুমার দে বলেন, ঈদের তিন দিনের ছুটি শেষ হলেও অনেকে বাড়তি দুই-একদিন ছুটি নিয়েছেন। তবে অফিসে রুটিন কাজকর্ম চলছে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম ফকির বলেন, “ঈদের ছুটি কাটিয়ে অনেকে কাজে যোগ দিয়েছে। দূরত্ব বিবেচনায় অনেকে বাড়তি ছুটি নিয়েছে। ফলে সব মিলিয়ে কর্মব্যস্ততা এখনও অতটা নেই।তিনি জানান, অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানেও এদিন খুব বেশি ব্যস্ততা নেই। আর গ্রাহকের উপস্থিতি কম থাকায় ব্যাংকে লেনদেনের চাপও সেভাবে নেই।এ কারণে নিয়মিত কর্মদিবসের মত কর্মব্যস্ততা নেই আজ। স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হতে আরও দুই থেকে তিন দিন লেগে যাবে।মতিঝিলের একটি ব্রোকার হাউজের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নিয়মিত যে কর্মব্যস্ততা থাকে, আজ ততটা নেই। ঈদের ছুটি কাটিয়ে আমাদের অধিকাংশ কর্মীই ফিরেছে। কেউ কেউ বাড়তি ছুটি নিয়ে এখনও ঢাকার বাইরে আছে।
অন্যদিনের মত কর্মব্যস্ততা না থাকলেও ঢাকা শেয়ার বাজারে এদিন লেনদেন শেষ হয়েছে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে। এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮ পয়েন্ট হয়েছে। তবে ঈদের আগের শেষ কর্মদিবসের চেয়ে লেনদেন কমে হয়েছে ৬৬৭ কোটি টাকা।মতিঝিলে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্ধিত কার্যালয়ের এক কর্মকর্তা জানান, তাদের সহকর্মীদের ২০ শতাংশ এখনও ছুটিতে। আগামী দুই-তিন দিনের মধ্যে মোটামুটি সবাই কাজে ফিরবেন।একটি ব্যাংকের সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান, অনেক গ্রাহকের লেনদেন থাকে। একইসঙ্গে ওইসব প্রতিষ্ঠান বা গ্রাহকরা যদি লেনদেন না করেন, তাহলে আমাদের কর্মব্যস্তাতাও কম থাকবে- এটাই স্বাভাবিক।এসব আর্থিক-বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারী এবারের ঈদযাত্রা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেন। তাদের কেউ কেউ স্বস্তির কথা বলেছেন, আবার অনেকে প্রকাশ করেছেন ক্ষোভ।নিয়মিত কর্মদিবসে যে সংখ্যক যানবাহন চলাচল করে, সোমবার মতিঝিল এলাকা ঘুরে তেমনটা চোখে পরেনি। যান চলাচল ছিল একেবারেই কম।সাধারণত দৈনিকবাংলা থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত ফুটপাতে পথচারীদের ব্যাপক ভিড় থাকে স্বাভাবিক সময়ে। কিন্তু ঈদের ছুটি কাটিয়ে ব্যাংক-বীমা অফিস খুললেও পান-সিগারেটের দুই-একটা দোকান ছাড়া ফুটপাত অনেকটাই খালি।এছাড়া বিভিন্ন অফিসের গাড়ির ‘পার্কিং’ না থাকায় রাস্তাও অনেকটা ফাঁকা। দুই লেইনের রাস্তাটা যে এত বড় তা- তা অন্য সময় বোঝার উপায় থাকে না।