গাজীপুরের কালীগঞ্জে রাস্তার উপর কোরবানী দেওয়াকে কেন্দ্র করে রবিবার বিকেলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের লোকজন বাড়ি ও আসবাবপত্র ভাংচুর করেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পারাবর্তা এলাকার আফাজ উদ্দিনের ছেলে রুবেল সরকার ঈদের দিন শনিবার বাড়ির পাশে রাস্তার উপর কোরবানীর পশু জবাই করে। এনিয়ে রুবেল সরকারের লোকজনের সঙ্গে প্রতিবেশী কালাম সরকারের লোকজনের বাকবিতন্ডা হয়। এর জের ধরে পরদিন রবিবার দুপুরে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে রুবেল সরকারের এক আত্মীয়কে (হবু মামা শ্বশুর লিটন সরকার) স্থানীয় একটি দোকানের সামনে কালাম সরকারের লোকজন মারধর করে। বিষয়টি মিমাংসার জন্য বিকেলে কালাম সরকারের বাড়িতে সালিশী বৈঠকে বসে এলাকাবাসি। ওই সালিশী বৈঠকে দু’পক্ষের লোকজনের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় কালাম সরকারের বাড়ি ও কিছু আসবাবপত্র ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের ৭জন আহত হয়। আহতদের ঢাকার কুর্মিটোলা ও গাজীপুরের টঙ্গী সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।