উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। খুব সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি চলছে। এমনই আভাস পাওয়া যাচ্ছে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া।উত্তর কোরিয়া সপ্তাহান্তে ষষ্ঠবারের মত অত্যাধুনিক হাইড্রোজেন বোমা পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া তাজা গুলির সামরিক মহড়া শুরুর মধ্যে এ সতর্কবার্তা দিল। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দেশটি যুক্তরাষ্ট্র-নির্মিত বিতর্কিত থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাও শক্তিশালী করছে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, ওয়াশিংটন কিংবা এর কোনও মিত্রদেশের প্রতি যে কোনওরকম হুমকির জবাব বড় ধরনের সামরিক ব্যবস্থার মধ্য দিয়েই দেওয়া হবে।পিয়ংইয়ং বরাবরই জাতিসংঘ এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে। তাদের উস্কানিমূলক কর্মকান্ড ক্রমেই বাড়ছে।গত দু মাসে উত্তর কোরিয়া দূর প্ল্লাার ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। একটি ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষা করেছে জাপানের ওপর দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসগরীয় দ্বীপ গুয়ামেও তারা হামলা চালানোর হুমকি দিয়েছে।দেশটির সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কি জবাব দেওয়া যায় তা নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসার পরিকল্পনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, উত্তরের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর আশেপাশের তৎপরতা দেখে বোঝা যাচ্ছে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা করেছে।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা চ্যাং কায়ুং-সু পার্লামেন্টে বলেছেন, “আমরা আরও ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলামত দেখতে পাচ্ছি। উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়তে পারে বলেও আমরা ধারণা করতে পারছি।উত্তর প্রশান্ত মহাসাগরে এ আইসিবিএম ছোড়া হতে পারে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।এ ক্ষেপণাস্ত্র কখন ছোড়া হবে তার কোনও সময়সীমা দেওয়া না হলেও ধারণা করা হচ্ছে, আসছে শনিবার উত্তর কোরিয়া প্রশাসনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কিংবা ১০ অক্টোবরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হতে পারে।