ঈদে গাজীপুরে তিন খুন

0
331

ড্রাম থেকে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার ॥ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে গরু ছিনতাই ॥ স্বামী পিটিয়ে হত্যা করেছে স্ত্রীকে॥

গাজীপুরে পৃথক ঘটনায় স্কুল শিক্ষিকা ও ব্যবসায়ীসহ তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জয়দেবপুর থানার এসআই মন্তোষ চন্দ্র দাস জানান, নিখোঁজের দু’দিন পর ঈদের দিন শনিবার গাজীপুরে সড়কের পাশে পরিত্যক্ত একটি ড্রাম থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নার্গিস বেগম (৫৪)। তিনি নরসিংদী সদর উপজেলার চিরিশপুর ইউনিয়নের ঘোরাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নার্গিস আক্তার অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা আনসার উল্লাহর দ্বিতীয় স্ত্রী ও নরসিংদী জেলার পূর্ব ব্রাহ্মনদি বীরপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে।

জয়দেবপুর থানার এসআই মন্তোষ চন্দ্র দাস ও নিহতের কন্যা তানজিনা আক্তার জানান, প্রায় ৩০বছর আগে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) এর কর্মকর্তা আনসার উল্লাহর সঙ্গে নার্গিস আক্তারের বিয়ে হয়। নার্গিসের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আনসার উল্লাহর এটি দ্বিতীয় বিয়ে। বর্তমানে আনসার উল্লাহ চাকুরী থেকে অবসর নিয়েছেন। প্রথম স্ত্রী ও উভয় পক্ষের সন্তানদের নিয়ে আনসার উল্লাহ ঢাকার তেজকুনীপাড়াস্থ বাসায় বসবাস করেন। চাকুরীর কারণে দ্বিতীয় স্ত্রী নার্গিস নরসিংদীতে থাকেন। মাঝে মধ্যে ছুটি পেলে বা কোনো প্রয়োজনে ঢাকার বাসায় আসেন। এবারের ঈদের ছুটিতে গত কয়েকদিন আগে নার্গিস ঢাকার বাসায় আসেন। গাজীপুরে আত্মীয়ের কাছে যাওয়ার কথা বলে বৃহষ্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নার্গিস বাসা থেকে বের হন। দুপুরে মেয়ের সঙ্গে তার মোবাইলে কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোন সন্ধান পায় নি। নিখোঁজের দুইদিন পর ঈদের দিন শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছ থেকে ঢাকা-বাইপাস সড়কের পাশে কাঁচা তরকারীর কাওরান বাজার আড়তের গেইটের সামনে ঢাকনা দিয়ে আটকানো প্লাস্টিকের একটি ড্রাম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি। ওই ড্রাম থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ড্রামের ভিতর থেকে এক নারীর লাশ উদ্ধার করে। লাশটিতে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে তাকে হত্যার পর লাশ ড্রামে ভরে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে নিহতের ছেলে নাজিউর রহমান বাবু তার মায়ের লাশটি শনাক্ত করেন। এঘটনায় নিহতের ভাই আহমদ হোসেন মানিক বাদী হয়ে সন্দেহভাজন চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬/৭জনকে অভিযুক্ত করে রবিবার জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের ভাই আহমদ হোসেন মানিক জানান, এ হত্যার ঘটনার সঙ্গে আনসার উল্লাহর প্রথম স্ত্রী ও তার পক্ষের লোকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সুফিয়া আক্তারকে (৩৮)। সে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটির চাপিলা পাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের মেয়ে।

শ্রীপুর মডেল থানার এসআই মঞ্জুরুল হক ও নিহতের চাচা আবুল মুন্সিসহ স্থানীয়রা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এক সন্তানের জননী সুফিয়া বেগম প্রায় ৫/৬ বছর আগে স্থানীয় ২নং সিএন্ডবি এলাকার মৃত হাবিজ উদ্দিনের ছেলে আবুল হোসেনকে বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে আবুল হোসেন প্রায়শঃ সুফিয়াকে মারধর করতো। স্বামীর অত্যাচার সইতে না পেরে সুফিয়া স্বামীর বাড়ি ছেড়ে আগের সংসারের ছেলেকে নিয়ে একই গ্রামের কুলসুম বেগমের বাড়িতে ভাড়া থাকে। কিন্তু সেখানে গিয়েও আবুল হোসেন তাকে মারপিট করতো। রবিবার ভোর রাতে আবুল হোসেন ওই বাড়িতে গিয়ে সুফিয়াকে মারধর করে। এঘটনার পর সন্ধ্যায় স্থানীয়রা বাড়ির পাশে নির্জন একটি ঝোপের ভিতর সুফিয়ার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নিহতের চাচা আবুল মুন্সি বাদী হয়ে নিহতের স্বামী আবুল হোসেনকে অভিযুক্ত করে সোমবার শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

এছাড়াও ঈদের আগের দিন শুক্রবার গাজীপুরে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমির হোসেন (৪০)। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি থানার সন্দেশীচর এলাকায়।

জয়দেবপুর থানার এসআই রিপন দাস ও নিহতের শ্যালক আমিনুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালি এলাকায় আমির হোসেনের শ্বশুর বাড়ী। ঈদ উপলক্ষে গরু ব্যবসার জন্য আমির হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী কিছু গরু কিনেন। সেগুলো মারিয়ালি এলাকার নির্মাণাধীন একটি বাড়ির নীচতলায় রেখে বিক্রির জন্য বিভিন্ন হাটে নিয়ে যেতেন। বৃহষ্পতিবার দিবাগত রাতে আমির হোসেন গরু পাহারা দিচ্ছিলেন। পরদিন সকালে অন্য ব্যবসায়ীরা সেখানে গিয়ে গরু ও আমির হোসেনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী জঙ্গল থেকে মুখে স্কচটেপ আটকানো ও হাত-পা বাঁধা আমির হোসেনের লাশ দেখতে পায়। তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ৪টি গরু নিয়ে গেছে।