সহিংসতার পরিপ্রেক্ষিতে ৬০ হাজার রোহিঙ্গার প্রবেশ বাংলাদেশে

0
228

গত আট দিনে মিয়ানমার থেকে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থী এসেছে বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।প্রতিবেদনে বলা হয় মিয়ানমারে রাখাইন রাজ্যে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে এসব মানুষ পালিয়েএসেছে।ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভয়ান ট্যান বলেন, এ পর্যন্ত মিয়ানমার থেকে আসা মানুষের আনুমানিক সংখ্যা ৫৮ হাজার ৬০০। এ সংখ্যা ক্রমে বাড়ছেই।
ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয়ের এক কর্মকর্তা রাতে বলেন, আমরা যে সংখ্যা বলছি, তা অনুমিতÑসীমান্ত এলাকায় কাজ করা বিভিন্ন দাতা সংস্থার কাছে থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।গত ২৪ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। সীমান্তরক্ষী বাহিনীর চৌকি পুড়িয়ে দেয়া হয়। ওই দিনই জাতিসংঘের সাবেক মহাসচিব এক তদন্ত প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের পৃথক জাতিসত্তার স্বীকৃতি দেয়ার জন্য সুপারিশ করা হয়।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, এ হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে (এআরএসএ-আরসা) দায়ী করে। এরপর থেকে রোহিঙ্গা জনপদ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটতে থাকে। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার অভিযোগও করেছেন বাংলাদেশে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা।জানা গেছে, এ পর্যন্ত আরাকানে অন্তত ৪০০ মানুষ নিহত হয়েছেন, ১১ হাজার ৭০০ জাতিগত অধিবাসী’ তাদের বাসস্থান ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, রাখাইনে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার উপগ্রহ চিত্র পাওয়া গেছে।উল্লেখ, গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নাফ নদী ও স্থল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সীমান্ত পার হয়ে বাংলাদেশ অংশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের ওপর গুলি চালায় তারা।
মিয়ানমার থেকে পাওয়া নতুন উপগ্রহ-চিত্রে দেখা যাচ্ছে একটি রোহিঙ্গা মুসলিম গ্রামের ৭ শতাধিক বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, মিয়ানমারে সহিংসতার কারণে উদ্বাস্তু হয়ে পড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ যাদের অধিকাংশই রোহিঙ্গা মুসলিম।মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের খুঁজে বের করায় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে কর্তৃপক্ষ সেখানকার মুসলমানদের আহ্বান জানায়।এদিকে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মিয়ানমার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বলেন, রোহিঙ্গা সংকট জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুলবেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আসন্ন মিয়ানমার সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, উত্তরাঞ্চলে মংতুতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যদের বিরুদ্ধে তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় তাদের ধরতে স্থানীয় মুসলমানদেরকে সহযোগিতার জন্য লাউড স্পিকারে আহ্বান জানানো হচ্ছে।এদিকে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মিয়ানমার থেকে পাওয়া নতুন উপগ্রহ-চিত্রে দেখা যাচ্ছে যে একটি রোহিঙ্গা মুসলিম গ্রামের ৭ শতাধিক বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। রাখাইনের উত্তরাঞ্চলে যা ভাবা হয়েছিল, ধ্বংসলীলার মাত্রা তার চেয়ে অনেক বেশি।রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়ন শুরুর পর থেকে ঘরহারা হয়েছে এক লাখ ২০ হাজার মানুষ যাদের অধিকাংশই রোহিঙ্গা। তারা রাখাইনের বিভিন্ন শিবিরে বাস করছে।জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, দেশটির সরকার তাদের বিরুদ্ধে রোহিঙ্গা বিদ্রোহীদের সহায়তার অভিযোগ আনার পর তারা ত্রাণ সরবরাহ স্থগিত করে দিয়েছে।মিয়ানমার সরকার শনিবার জানিয়েছে, গত সপ্তাহের সহিংসতার পর রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬শ’রও বেশি বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে।সরকার এর দায় চাপাচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ওপর।এ পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন।শুক্রবার ইস্তাম্বুলে ঈদ উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, যারা রাখাইনের গণহত্যার বিষয়ে চোখ বন্ধ করে আছেন তারা কার্যত এ নির্মমতাকে সমর্থন করছে।তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে তার সরকারÑ রোহিঙ্গা সংকট নিরসনে এ বছরই একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে।এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিয়ানমার সফরের সময় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।আগামী ৫ সেপ্টেম্বর মিয়ানমারে যাচ্ছেন মোদি। রাখাইন পরিস্থিতি মোকাবেলায় কীভাবে মিয়ানমারকে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হবে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।এদিকে, মিয়ানমারে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন অব্যাহতের মধ্যে কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা থেকে আরো চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে এক দম্পতি রয়েছেন।রাখাইন থেকে পালিয়ে আসা ২৫৪ জন সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ-খবর নিতে উখিয়ার পশ্চিম হিন্দু পাড়ায় আসছেন হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া, বর্ডার গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট থেকে পুলিশ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে বিজিবি শনিবার গভীর রাতে মরদেহ উদ্ধার করে। এ নিয়ে গত তিনদিনে ৫৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়েছে।বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, শনিবার গভীর রাতে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী পয়েন্টে শূন্যরেখার বাংলাদেশের অভ্যন্তরে দুইটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা গিয়ে উদ্ধার করে। সীমান্তের জলপাইতলীতে রাখা হয়েছে বলে জানান তিনি।
পালিয়ে আসা রোহিঙ্গা আবুল হোসেন বলেন, নিহত মো.জাফরুল্লাহ ও তার স্ত্রী আয়েশা বেগম মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার মংডু থানার ঢেঁকিবুনিয়া এলাকার বাসিন্দা।তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে সহায় সম্পদ ফেলে গত দুইদিন আগে ঘুমধুম সীমান্ত পেরিয়ে জাফরুল্লাহসহ পরিবারের অন্য সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে। ফেলে আসা সহায়-সম্পদ আনতে শনিবার তারা ঘুমধুমের জলপাইতলী সীমান্ত দিয়ে মিয়ানমার যান। তারা ঢেঁকিবুনিয়ায় পৌঁছার পর মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ তাদের গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তারা বাংলাদেশের দিকে রওনা দেন একপর্যায়ে ঘুমধুমের জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় মিয়ানমার অভ্যন্তরে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি। টেকনাফ থানার ওসি মো.মাইনুদ্দিন খান বলেন, এদিকে নাফ নদীর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা মরদেহগুলো দুই রোহিঙ্গা নারীর।নিহতদের পরনে স্থানীয় বার্মিজ পোশাক ছিল বলে জানান তিনি।