রংপুরে ৬শ’ টাকার লবণ এখন ১৪শ’ টাকা: বিপাকে ব্যবসায়ীরা

0
247

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পশুর চামড়ার আড়ত রংপুর নগরীর কামারপাড়া এলাকায় বিভিন্ন জেলা থেকে কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে। এরইমধ্যে ৬০ ভাগ চামড়া আড়তে এসে পৌঁছেছে। কিন্তু লবণর অভাবে চামড়া সংরক্ষণ করতে পারছেন না ব্যবসায়ীরা। ৬শ’ টাকা বস্তা লবণ এখন বিক্রি হচ্ছে ১৪শ’ টাকায়। তারপরও লবণ পাওয়া যাচ্ছে না বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন। অন্যদিকে চামড়া আড়তে আনার সময় বিভিন্ন স্থানে গাড়ি, ভ্যান থামিয়ে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ীরা ।অন্যদিকে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চামড়া কিনে এনে এখন বিপাকে পড়ছেন। তারা জানান, গড়ে একটা চামড়া ১২শ’ থেকে ১৪ শ’ টাকা দরে কিনেছেন। আড়তে আনার পর তা বিক্রি করতে হচ্ছে সর্বোচ্চ ১ হাজার টাকায়।অন্যদিকে আড়তদাররা বলেছেন,‘এবার অনেক ট্যানারি বন্ধ। তাছাড়া ট্যানারি মালিকরা গত বছরের সব টাকাই পরিশোধ করেনি। এ কারণে আমরা অর্থ সংকটে আছি। তার ওপর এবার লবণ সংকটের কারণে চামড়া নিয়েও বিপাকে পড়েছি। একটা চামড়ায় লবণ দিতে ৩শ’ টাকা খরচ হয়। সব মিলিয়ে মনে হচ্ছে এবার আমাদের অনেক টাকা লোকসান হবে।রবিবার সকালে নগরীর শাপলা চত্বর এলাকার চামড়ার আড়তগুলো ঘুরে দেখা গেছে রংপুর ও আশেপাশের জেলা থেকে ট্রাকে, ট্রলি আর ভ্যানে কোরবানির পশুর চামড়া নিয়ে আসছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। আড়তদাররা দাম কম বলায় অনেকে আবার চামড়া ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।মৌসুমী ব্যবসায়ী সালাম জানান, তিনি লালমনিরহাট জেলার তিস্তা এলাকা থেকে দুইশ’ চামড়া কিনে বিক্রি করতে আড়তে এসেছেন। আড়তদাররা চামড়া প্রতি ১২শ’ থেকে ১৪শ’ টাকার বেশি দাম বলছেন না। অথচ তিনি চামড়া কিনেছেন গড়ে ১৬ শ’ থেকে ১৮শ’ টাকায়। এর ওপর লেবার ও পরিবহন খরচ মিলিয়ে চামড়া প্রতি খরচ পড়েছে ২ হাজার টাকা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এখন দেখছি অনেক টাকা গচ্চা দিতে হবে।’
রংপুরের কাউনিয়া থেকে আসা মৌসুমী চামড়া ব্যবসায়ী সাইফুল ইসলামও একই কথা জানালেন। এবার চামড়ার দাম নেই বললেই চলে। আগেই যোগাযোগ করে জেনে গিয়েছিলেন বলে হাজার টাকার বেশি দরে তিনি চামড়া কেনেননি। পরিবহন আর লেবার খরচ বাদ দিয়ে চামড়া প্রতি ১শ টাকা লাভ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।আড়তদার জনাব আলী জানান, মৌসুমী চামড়া ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় ইচ্ছে মতো দরে চামড়া কেনেন। কিন্তু তাদের বাজার দর জানতে হবে। সেটা না জানা থাকলে লোকসান হবে, এটাই স্বাভাবিক।চামড়া ব্যবসায়ী সমিতির নেতা মমতাজ উদ্দিন জানান, এবার অনেক ট্যানারি বন্ধ আছে। তার ওপর ট্যানারি মালিকদের কাছে গত বছরের অনেক টাকাই বকেয়া পড়ে আছে। এবার ব্যাংক থেকেও অনেক ব্যবসায়ী ঋণ পায়নি ফলে তারা অর্থ সংকটে পড়েছে। ধারদেনা করে চামড়া কিনলেও লবণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। এক বস্তা লবণের দাম যেখানে ৬শ’ থেকে ৭শ’ টাকা ছিল সেখানে এবার লবণের বস্তা ১৩শ’ থেকে ১৪ শ’ টাকা দরে কিনতে হচ্ছে। এ অবস্থায় খরচ বেশি পড়ে যাচ্ছে। এ ছাড়া লেবার খরচও বেশি লাগছে। এখন ট্যানারি মালিকরা যদি তাদের বেঁধে দেওয়া দরে চামড়া কেনেন তাহলে তারা কিছুটা লাভের মুখ দেখবেন বলে আশা করছেন। বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, এবার চামড়ার দাম কম হওয়ায় ভারতে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা যে পরিমাণ পশু কোরবানি হয়েছে তার চেয়ে অনেক কম চামড়া আড়তে আসছে। ফলে পাচার হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে তারা জানান।