আওয়ামী লীগ সরকার দেশে অঘোষিত একদলীয় শাসন ব্যবস্থা পরিচালনা করছে, মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে দাবিয়ে রেখে সরকার দেশে একদলীয় শাসন চালাচ্ছে। শুক্রবার সকালে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে হত্যা করছে। গুম-খুনের মাধ্যমে বিরোধী রাজনীতি ও ভিন্নমতকে ধ্বংস করছে।অতীতের যেকোনও সময় থেকে বিএনপি আজ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী বলে উল্লেখ করে ফখরুল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ করছি গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।তিনি আরও বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যার ঘটনা অমানবিক। সেই দেশের সরকারকে আহ্বান করবো তারা যেন অতি দ্রুত এ হত্যা বন্ধ করে। আর বাংলাদেশের সরকারকে বলবো যারা গুলি খেয়ে আহত অবস্থায় বাংলাদেশে এসেছে তাদের আশ্রয় দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন।
শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে- সেই বিশ্বাস তার আছে।আমরা বলতে চাই, বিএনপি সংগ্রাম করেছে এক এগারোর অবৈধ সরকারের বিরুদ্ধে, বিএনপি সংগ্রাম করেছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। ইনশাল্লাহ জনগনের স্বতস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে পূনরুদ্ধার করব এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ এটাই যে, গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনের এক পর্যায়ে সেনাপ্রধান হয়ে রাষ্ট্রক্ষমতা নেন জেনারেল জিয়াউর রহমান। তার তত্ত্বাবধানেই বিভিন্ন রাজনৈতিক দল ও মতের রাজনীতিবিদদের নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ গঠিত হয়।১৯৮১ সালে চট্টগ্রামে জিয়া নিহত হলে দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা। এরপর তার নেতৃত্বে দুই বার ক্ষমতায় যায় বিএনপি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি বর্জন করে। সেই নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সংসদের বাইরে থাকা বিএনপির নেতারা রাজপথের আন্দোলেনে সরকারের পতন ঘটানোর কথা বলে এলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের রাজনীতি মূলত ঘরোয়া কর্মসূচিতেই সীমাবদ্ধ।তাদের অভিযোগ, সরকার দেশে একদলীয় শাসন চালুর চেষ্টায়’ বিরোধী রাজনৈতিক দলগুলোর ‘কণ্ঠরোধ’ করছে।দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে ফুল দিয়ে মির্জা ফখরুল বলেন, আজ মানুষের সমস্ত মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। জগদ্দল পাথরের মত এই সরকার ক্ষমতায় বসে আছে। অঘোষিত একদলীয় শাসন ব্যবস্থায় তারা সরকার পরিচালনা করছে।এই পরিস্থিতির অবসান ঘটানোর আশা প্রকাশ করে তিনি বলেন, এই দেশের জনগণ গণতন্ত্রকে ভালোবাসে। গণতন্ত্রের জন্য তারা লড়াই করেছে, বুকের রক্ত দিয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে এই গণতন্ত্রকে তারা ফিরিয়ে আনবেই।এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া নির্বাচন আয়োজনের জন্য সহায়ক সরকারের যে ‘রূপরেখা’ দেওয়া কথা বলে আসছেন, তা ‘যথাসময়ে’ প্রকাশ করা হবে।খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে পায়নি ঢাকার বিএনপি নেতাকর্মীরা। মির্জা ফখরুলের নেতৃত্বে সহ¯্রাধিক নেতাকর্মী শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন।দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আবদুল মান্নান, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, কাজী মাজহারুল আনোয়ার, মাসুদ আহমেদ তালুকদার, আশরাফউদ্দিন উজ্জ্বল, মীর সরফত আলী সপু উপস্থিত ছিলেন এ সময়।
অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ছিলেন আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ইশতিয়াক আজিজ উলফাত, মুন্সি বজলুল বাসিত আনজু, কাজী আবুল বাশার, সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হেলাল খান, শায়রুল কবির খান, আকরামুল হাসান, আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম নাসিম ও হাফেজ আবদুল মালেক।জিয়ার কবর জিয়ারত করতে সকালে শেরেবাংলা নগরে গিয়ে চন্দ্রিমা উদ্যানের মূল বন্ধ পান বিএনপি নেতাকর্মীরা। পুলিশ ওই ফটক দিয়ে প্রবেশ করতে না পারায় তাদের ভেতরে যেতে হয় পেছনের সংকীর্ণ প্রবেশপথ দিয়ে।এ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল পরে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, আমাদেরকে প্রধান ফটক দিয়ে আসতে দেওয়া হয়নি, প্রবেশপথ বন্ধ করে রেখেছে। আমাদেরকে পেছনের পথ দিয়ে আসতে হয়েছে।প্রতিটি ক্ষেত্রে তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। হত্যা-গুম-খুনের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতকে তারা ধ্বংস করে দিচ্ছে। দেশবাসীর প্রতি খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন। তিনি ঈদে প্রতিটি মানুষের কল্যাণ চেয়েছেন, যেন তারা ঈদে আনন্দময় পরিবেশে আত্মীয়-স্বজন নিয়ে ঈদ করতে পারেন। কোরবানির যে মূল বিষয়- ত্যাগ, সেই ত্যাগ স্বীকারের জন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন এবং এই ত্যাগের মধ্য দিয়ে ও আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি- এই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নতুন করে দমনপীড়ন শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আমরা মনে করি এই ঘটনা অমানবিক। মিয়ানমার সরকার এই জনগোষ্ঠীর ওপরে যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে- এটা গণহত্যার শামিল।বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি অবিলম্বে মিয়ানমার সরকারের এটা বন্ধ করা উচিৎ এবং রোহিঙ্গারা যারা এই এলাকায় চলে এসেছে, তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা উচিৎ। সেই সঙ্গে বাংলাদেশ সরকারের উচিৎ হবে এই অসহায় নিরাপরাধ মানুষগুলোকে আশ্রয় দেওয়া।