পুকুরে ডুবে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

0
177

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লা পানিতে ডুবে মারা গেছেন।রোববার দুপুরে রাজশাহী নগরীর সাগরপাড়ার একটি পুকুরে গোসল করতে গিয়ে তিনি ডুবে যান বলে পাইলটের চাচা রফিকুল ইসলাম খোকন জানান।তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির কাছে সাগারপাড়া কায়েস ডাক্তারের কালিপুকুরে গোসল করতে যান তার বড় ভাই।সাড়ে ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তিনি খুঁজতে পুকুর পাড়ে যান। সেখান গিয়ে তাকে না দেখে সন্দেহ বলে স্থানীয়দের নিয়ে পুকুরে তল্লাশি করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দলকেও খবর দেওয়া হয়। ডুবরি দল এসে পানি থেকে তার লাশ উদ্ধার করে।

এর পর লাশ তার নিজ বাড়ি মাতৃপ্রসাদে নেওয়া হয় বলে জানান তিনি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক চিন্ময় কান্ত দাস বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে পুকুর পাড়েই শামসুল ইসলামকে পরীক্ষা করা হয়। উদ্ধারের আগেই তার মৃত্যু হয়েছে।ক্রিকেটার পাইলটের বাবা শামসুল ইসলাম শামসু মোল্লার বয়স হয়েছিল ৭৩ বছর। ষাট ও সত্তরের দশকে ঢাকা লিগে মোহামেডান ও আবাহনীর হয়ে খেলার দিনগুলোতে তাকে সবাই চিনত শামসু নামে।তখনকার পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাওয়া দ্বিতীয় খেলোয়াড় ছিলেন তিনি।পাকিস্তান যুব দলের হয়ে ১৯৬৫ সালে রাশিয়াতেও গিয়েছিলেন খেলতে।