বার্সা ছেড়ে রিয়ালে মেসি!

0
0

নেইমার ক্লাব ছেড়ে যাওয়ার পর থেকে দল বদলের বাজারে বার্সেলোনাকে ঘিরে নানা গুঞ্জন বাতাসে ভাসছে। কৌতিনহো-ডেম্বেলের খবরের মধ্যে আচমকা শোনা গেল মেসিকে ছিনিয়ে নিতে প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি।

বার্সার এক ঘরের লোকই জানিয়েছেন, জানুয়ারির শুরুতে কাতালান ক্লাবটি ছেড়ে যাবেন মেসি! কিন্তু তার আগেই ক্লাব ছেড়েছেন আর্জেন্টাইন জাদুকর। ম্যানসিটি নয়, মেসি গেলেন রিয়াল মাদ্রিদে। তবে সেটা ভুল পথে।

দিন কয়েক আগেই বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি হ্যাকার গ্রুপ পিএসজি থেকে বার্সেলোনায় পৌঁছে দিয়েছিল ডি মারিয়াকে। এবার হ্যাকের শিকার রিয়াল মাদ্রিদ। তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে লিওনেল মেসিকে লস ব্লাঙ্কোসদের দলে ভিড়িয়ে দিয়েছে হ্যাকাররা।

রিয়ালের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেখা যায় একটি বিশেষ ঘোষণা। তাতে লেখা ‘ওয়েলকাম মেসি’। সেই সঙ্গে গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার নাটকীয় ৩-২ গোলে জয়ী ম্যাচে মেসির একটি ভিডিও আপলোড করা হয়।

গোলডটকম জানায়, ওই টুইটার পোস্টে করিম বেনজামাকে বিক্রি করে দেয়ার কথা উল্লেখ করা হয়। পরে রিয়ালের অ্যাকাউন্ট হ্যাকের কথা স্বীকার করেছে হ্যাকিংগ্রুপ ‘আওয়ার মাইন’। বার্সার অ্যাকাউন্টও তারা হ্যাক করেছিল। এই তিক্ত অভিজ্ঞতার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেয়নি রিয়াল মাদ্রিদ।