দৌলতদিয়া ঘাটে যানজট

0
0

নদীতে প্রচন্ড ¯্রােত এবং ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে শুক্রবার বিকেল থেকে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরি ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার লম্বা গাড়ির লাইন। এরমধ্যে অসংখ্য যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ির সাথে রয়েছে বেশ কিছু পশু বোঝাই ট্রাক।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যেখানে ১৮ থেকে ১৯টি ফেরি চলতো, বর্তমানে চলছে ছোট-বড় ১৪টি ফেরি। এছাড়া নদীতে প্রচ- ¯্রােত থাকায় ফেরি পারাপারে আগের থেকে প্রায় দ্বিগুণ সময় লাগছে। ঘাটে ঈদুল আযহা উপলক্ষে পচনশীল পণ্যের গাড়ি, পশুর গাড়ি ও যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে আগে পার করতে হবে। কিন্তু ফেরি স্বল্পতার পাশাপাশি নদীতে ¯্রােতের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। সেই সাথে নিয়মিত গাড়ির সাথে কোরবানির পশু বোঝাই অনেক ট্রাক আটকা পড়েছে।