ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কাষ্ঠগড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯ বছর ধরে বিনাবেতনে পাঠদান করছেন ৪ শিক্ষক। কিন্তু আজ পর্যন্ত বিদ্যালয়টি সরকারীকরণের ঘোষনা না দেয়ায় মানবেতর জীবনযাপন করছে তারা। বিদ্যালয় শূন্য গ্রাম হওয়ার পরও বিদ্যালয়টি সরকারীকরণ না হওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। উপজেলার নাওগাঁও ইউনিয়নের কাষ্ঠগড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না ২০০৮ সালে কাষ্ঠগড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে এলাকাবাসী। ৪ জন শিক্ষক শুরু থেকে বিদ্যালয়ে পাঠদান করে আসছে। বর্তমানে ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৬৩ জন। ২০১১ সাল থেকে নিয়মিত ভাবে চলছে সমাপনী পরিক্ষায় ছাত্র/ছাত্রীর অংশ গ্রহন। সরকারী ঘোষনা অনুযায়ী ২০১৩ সালের মধ্যে আবেদিত সকল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরাকরীকরণের ঘোষনা দেয়ার পর আজ পর্যন্ত বিদ্যালয়টি সরাকরীকরেনর ঘোষনা দেয়া হয়নি। এতে বিদ্যালয় শুন্য গ্রাম কাষ্ঠগড়ায় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক মহলে হতাশা বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, গ্রামের বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো জালাতে বিদ্যালয়টি স্থাপনের পর থেকে তিনি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। ৯ বছর ধরে বিনাবেতনে তিনিসহ ৩ জন শিক্ষক চাকরী করছেন। আমাদের পরিবারে এখন চরম হতাশা দেখা দিয়েছে। খেয়ে না খেয়ে দিন যাচ্ছে আমাদের। তিনি আরও জানান, ২০১৫ সালে জেলা শিক্ষা অফিস ৩য় ধাপে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব বরাবরে সুপারিশ না প্রেরন করেন। কিন্তু আজও বিদ্যালয়টি সরাকরীকরণ হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা জানান, কাষ্ঠগড়া বিদ্যালয়টি অনেক আগেই সরাকরীকরণের কথা ছিল। কিন্তু কেন সরাকরীকরণের ঘোষান দেয়া হচ্ছে না তা জানা যায়নি। এ উপজেলায় আরও ৬ টি বিদ্যালয় সরাকরীকরণের জন্য অপেক্ষমান তালিকায় রয়েছে।