সীমান্তবর্তী হাটগুলো ভারতীয় গরুতে সয়লাব

0
314

পবিত্র ঈদুল আযাহা বা কোরবানির ঈদকে সামনে রেখে, ভারতীয় গরুতে সয়লাব, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী হাটগুলো।এতে ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও; গত বছরের চেয়ে এবার ভারত থেকে ব্যাপক গরু আসায় ক্ষতির মুখে পড়েছেন খামারি ও স্থানীয় গরু পালনকারীরা। এ অবস্থায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশংকাও করছেন তারা। এদিকে, হাটগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হাট ইজারাদার। আর প্রাণিসম্পদ বিভাগ বলছেন হাটগুলোতে যদি সন্দেহজনক ও রোগাক্রান্ত গরু চোখে পড়ে তাহলে, তা বিক্রির অযোগ্য ঘোষণা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জের গরুর হাট।ক্রেতা সমাগমের পাশাপাশি,দিন যতই ঘনিয়ে আসছে বাড়ছে বেচা-বিক্রিও। তবে গত বছর কোরবানিতে ভাল দাম পাওয়ায় দেশের অন্যান্য জেলার মত চাঁপাইনবাবগঞ্জেও বেড়েছে বানিজ্যিকভাবে গরু পালনকারীর সংখ্যা। পাশাপাশি সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারত থেকে গরু আমদানি হয় পাইকারি পশুর হাটগুলোতে। ফলে দেশের কোরবানির পশু চাহিদার বড় একটি অংশ সরবরাহ হয় এই জেলা থেকে। আর ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালি, ফেনীসহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যান । কিন্তু খামারি ও ব্যবসায়ীরা বলছেন এবার হাটগুলোতে দেশী গরু পর্যাপ্ত সরবরাহ থাকলেও; এরই মধ্যে ভারত থেকে ব্যাপক গরু আসায় বাজারে দাম কমে গেছে। এছাড়া হাটগুলোতে ভারতীয় গরু বেশি হওয়ায় নায্যমূল্য পাওয়া নিয়ে শংঙ্কায় রয়েছেন স্থানীয় গরু পালনকারীরা। স্থানীয় গরু পালনকারী আব্দুল করিম জানান, ভারতীয় গরু হাটগুলোতে বেশি আসায় আমার বাড়িতে পালন করা গরুর দাম পেলাম না। কমদামে বিক্রি করতে হলো। নোয়াখালি থেকে গরু ক্রয় করতে আসা ব্যাপারী আসাদুজ্জামান বলেন, দেশি গরুর দাম কম হলেও; ভারতীয় গরুর দাম চড়া। আমি মাত্র দুই ট্রাক গরু করতে ক্রয় করা সম্ভব হয়েছে।

একজন সাধারণ ক্রেতা বলছেন, কোরবানির পশুর দাম নাগালের মধ্যে হওয়ায় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি কিন্তু ভারতীয় গরু আসায় স্থানীয় গরু পালনকারীরা বিপাকে পড়েছে।জেলা প্রাণিসম্পদ বিভাগ কর্মকর্তা কৃষিবিদ ডা. আনন্দ কুমার অধিকারি বলছেন হাটগুলোতে যদি সন্দেহজনক ও রোগাক্রান্ত গরু চোখে পড়ে তাহলে, তা বিক্রির অযোগ্য ঘোষণা করা হবে। মনাকষা হাট ইজাদার মোঃ মোজ্জামেল হক জানান, হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ছোট-বড় মিলিয়ে ১৮টি কোরবানির পশুর হাট রয়েছে।