বন্যায় ক্ষতিগ্রস্ত ১ কোটি মানুষ: পানি কমলে পিছু ছাড়েনি দুর্ভোগ

0
277

চলমান বন্যায় দুই সপ্তাহে দেশের ৩২ জেলার প্রায় পৌনে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।এতদিন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ ও অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ ভিন্ন ভিন্ন তথ্য সরবরাহ করলেও এবারই প্রথম দুই দপ্তর বন্যার ক্ষতি নিয়ে একই রকম তথ্য দিল। বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া এবং সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে।পদ্মা নদীর পানি কমতে শুরু করায় দক্ষিণ-মধ্যাঞ্চলের মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ, শরীয়তপুরের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও উন্নতি শুরু হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) উপ সচিব জি এম আব্দুল কাদের জানান, বন্যায় ৩২ জেলায় এ পর্যন্ত ৭৪ লাখ ৮২ হাজার ৬৩৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০ জেলায় মৃত্যু হয়েছে ১৩২ জনের।অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, রাঙামাটি, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগাঁ, জয়পুরহাট, যশোর, মৌলভীবাজার, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, নাটোর, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, শেরপুর জেলার বিস্তীর্ণ জনপদ এই দফায় বন্যার কবলে পড়েছে।ক্ষয়ক্ষতি: দেশের ৬৪ জেলার মধ্যে ৩২ জেলায় ২০১টি উপজেলা ও ৫১টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে।২ লাখ ৯৬ হাজার ২৭৯ জন এ বন্যায় সর্বস্ব হারিয়েছেন। আরও ৭১ লাখ ৮৬ হাজার ৩৫৮ জন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যায় ৭৫ হাজার ৩৩১টি ঘর সম্পূর্ণ এবং ৫ লাখ ৮৬ হাজার ৮২৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।কুড়িগ্রামে ২৩ জন, লালমনিরহাটে ৬ জন, সুনামগঞ্জে ২ জন, নেত্রকোণায় ৪ জন, নীলফামারীতে ৬ জন, গাইবান্ধায় ১৩ জন, সিরাজগঞ্জে ৬জন, দিনাজপুরে ৩০ জন, জামালপুরে ১৪ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, নওগাঁয় ৫ জন, বগুড়ায় ৪ জন, যশোরে ৩ জন, টাঙ্গাইলে ২ জন, শেরপুরে ৩ জন, মৌলভীবাজারে ২ জন, কুমিল্লায় ২ জন, রংপুরে ৩ জন, মানিকগঞ্জে ১ জন ও জয়পুরহাটে ২ জন মিলিয়ে মোট ১৩২ জনের মৃত্যু হয়েছে দুই সপ্তাহে।বানের পানিতে ১০ হাজার ৫৮৩ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ এবং ৬ লাখ ৫৮৭ হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।দুর্গত জেলাগুলোতে অন্তত ৬২ হাজার ২০৮টি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে।ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, ৩২ জেলার বন্যা দুর্গতদের মধ্যে এ পর্যন্ত ৯ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা নগদ, ২০ হাজার ৭১৮ মেট্রিক টন চাল এবং ৫৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।এর আগে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের তথ্যের মধ্যে গরমিলের কারণে সমন্বয়হীনতা দেখা দিলে মন্ত্রণালয়ের এনডিআরসিসি ও অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে একরকম তথ্য সরবরাহের নির্দেশনা আসে।অধিদপ্তরের পরিচালক যুগ্মসচিব মো. আবু তালেব বুধবার বলেন, তথ্য সরবাহের সঠিকতা নিয়ে মন্ত্রণালয় খুব অসন্তুষ্ট। কয়েকদিন ধরে মন্ত্রণালয় ও অধিদপ্তরের তথ্যের ভিন্নতা ছিল। এজন্যে সব কিছু যাচাই করে মন্ত্রণালয়ের অনুমোদনের পর মঙ্গলবার থেকে একই তথ্য সরবরাহ করা হচ্ছে।মন্ত্রণালয়ে উপ সচিব জি এম আবদুল কাদের বলেন, জেলা প্রশাসক ও জেলা ত্রাণ কর্মকর্তার মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কথা থাকলেও অধিদপ্তর সংবাদমাধ্যমের খবর থেকে নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ায় জটিলতা তৈরি হয়।মঙ্গলবার সচিবের নির্দেশনা এসেছে, কোনোভাবেই জেলা প্রশাসক ও ত্রাণ কর্মকর্তার বাইরে অন্য সূত্রের তথ্য নেওয়া যাবে না। কিছুদিন মন্ত্রণালয় ও অধিদপ্তরের তথ্যের ভিন্নতা থাকলেও আজ থেকে একই রকম তথ্য সরাবরাহ করা হচ্ছে।ইতোমধ্যে উত্তরের দুর্গত এলাকাগুলোর বানের পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আর খুব বেশি বাড়বে না বলেই মনে করছেন উপ সচিব।

নীলফামারী: নীলফামারীতে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ পিছু ছাড়েনি দুর্গতদের। সপ্তাহখানেক আগে পানি নেমে গেলেও এখনও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন ছয় উপজেলার বন্যাকবলিত এলাকার মানুষজন। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ারও অভিযোগ করেছেন অনেকে। তবে জেলার সিভিল সার্জন বলেছেন, তাদের টিম বিভিন্ন এলাকায় দিনরাত কাজ করছে। এদিকে, জেলার বিভিন্ন দফতরের হিসেব অনুযায়ী এবারের বন্যায় জেলায় প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নীলফামারীর ডিমলা, জলঢাকা, সৈয়দপুরসহ ছয় উপজেলায় ৪১ হাজার ৫৩৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩১ হাজার পরিবার সম্পূর্ণ ও ১০ হাজার ৫৩৫টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১১ আগস্ট থেকে জেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হতে শুরু করে। এসময় পানিবন্দি হয়েছিলেন অন্তত দুই লাখ ৮ হাজার ৬৭৫ জন মানুষ। পাঁচদিন পর পানি নামতে শুরু করে। এরপর ক্ষতিগ্রস্ত লোকজন নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেন। স্থানীয় প্রশাসনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে নামে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বন্যার পানি নেমে গেলেও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসি মানুষজন। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ারও অভিযোগ করেছেন অনেকে। তবে নীলফামারী সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ এ অভিযোগ অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলার ছয় উপজেলায় ৬৮টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা রাতদিন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলো বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ দফতরের কর্মকর্তা গোলাম মো. ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ পর্যন্ত নীলফামারী জেলায় ৩৮ হাজার ৬৯০ হেক্টর জমির আমন ধানের ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়াও ২৬০ হেক্টর জমির শাকসবজি, মরিচ ১০৮ হেক্টর, কলা ৩৭ হেক্টর, পেঁপে ১৫ হেক্টর, আদা ১৩০ হেক্টর, হলুদ ৭৭ হেক্টর ও ৫ হেক্টর বীজতলা নষ্ট হয়েছে। সব মিলিয়ে ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি ২০ হাজার টাকা।’জেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান ফেরদৌস সরকার বলেন, ‘এবারের বন্যায় ২৪ হাজার ৯৭০টি পুকুর (মোট আয়তন দুই হাজার ২৩০ হেক্টর) ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে টাকার অংকে ক্ষতির পরিমাণ প্রায় আট কোটি ১ লাখ ৫৪ হাজার টাকা।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাদের বলেন, ‘জেলার ৩ উপজেলা ডিমলা, জলঢাকা ও সৈয়দপুরসহ ১৭ ইউনিয়নে গরু ৯ হাজার ৪৬০টি, মহিষ ৩২টি, ছাগল ৩ হাজার ৩৪০, ভেড়া ৮০৬টি, হাঁস ২২ হাজার ৫৪০, মুরগি ৪৯ হাজার ৬৭৪টি আক্রান্ত হয়েছে। তবে এসব পশুপাখির মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত আক্রান্ত তিন হাজার ৭৪৬ গরু, ছাগল ও তিন হাজার ৮৬৫টি হাঁস,মুরগিকে টিকা দেওয়া হয়েছে।’

অন্যদিকে, প্লাবিত চারণভূমির পরিমাণ ৫৭ একর। বন্যায় পশুপাখির দানাদার খাদ্য বিনষ্ট হয়েছে ১৫ দশমিক ৩০ মেট্রিক টন, এর মূল্য প্রায় ৫ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা, বিনষ্ট খড়ের পরিমাণ ৮৮ মেট্রিক টন, এর মূল্য ২ লাখ ৯৪ হাজার, বিনষ্ট ঘাসের পরিমাণ ৭১ মেট্রিক টন বাজার, মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা। এসব নিয়ে তিন উপজেলায় ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, ‘ডিমলায় ৮টি বাঁধ, ১০টি কাঁচা রাস্তা, ৪টি পুল কালভার্ট মেরামতে প্রায় (আনুমানিক) দুই কোটি ৪৬ লাখ টাকার প্রয়োজন হবে।’ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৈয়দপুর উপজেলার খড়খড়িয়া নদীর ২ কিলোমিটার বাঁধ ভেঙে শহরে পানি প্রবেশ করেছিল। বর্তমানে বাঁধটি মেরামতের কাজ চলছে।জলা প্রশাসক খালেদ রহীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ব স্ব মন্ত্রণালয়ে ক্ষতির চাহিদা পাঠানো হয়েছে। আশা করি, অতি শিগগিরই সরকার দ্রুত পদক্ষেপ নেবে।’

মানিকগঞ্জ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘কোনও স্বজনপ্রীতি নয়,প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা করুন। বন্যার্ত মানুষের ত্রাণ নিয়ে কেউ ছিনিমিনি অথবা দুর্নীতি করলে সে যে-ই হোক, তার ক্ষমা নেই।’ তিনি বলেন,‘ঈদের পরপরই বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ শুরু হবে। সরকার বন্যা কবলিত মানুষের পাশে আছে ।বুধবার (২৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ত্রাণমন্ত্রী বলেন,‘যতদিন পর্যন্ত বানভাসি মানুষ ঘরে ফিরে কাজ শুরু করতে না পারবে, ততদিন পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন,‘কোনও স্বজনপ্রীতি নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা করুন। ত্রাণ বিতরণে কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না।পরে মন্ত্রী আরিচা ঘাট থেকে স্পিডবোটে করে হরিরামপুর উপজেলায় যান। সেখানে দু’টি স্পটে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরের পুননির্মাণসহ পুনর্বাসনের জন্য নগদ অর্থ সংকটও রয়েছে। ঠাকুরগাঁও পৌর এলাকার ডিসি বস্তি, সদর উপজেলার শুখানপুকুরী কালিকাগাঁও ও পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর খেকিডাঙ্গা গ্রামে গিয়ে দেখা গেছে অনেক বাড়ি-ঘরে এখনও পানি জমে আছে।

বন্যার্তদের সহায়তায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ৫ লাখ টাকা, ২০০ মে. টন চাল ও এক হাজার প্যাকেট (চিড়া, গুড়, মুড়ি, বিস্কুট) শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও বন্যার্তদের পুনর্বাসনের জন্য ২০ লাখ টাকা ২শ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন।শুকানপুখুরী ইউনিয়নের কালিকাগাঁও গ্রামের আব্দুল জলিল বলেন, ‘হামার বাড়ি-ঘর ভাইঙ্গে গেছে, ক্ষেতের ফসল বিলিন হইছে, পুকুরের মাছ সব পালায় গেছে, এখন হামরা ছোয়া-পোয়া নিয়া খামও কি, সেটাই এখন চিন্তা। বড় কষ্টে দিনাতিপাত করছি। হামাক ইউনিয়ন পরিষদ হতে ৫ কেজি চাল, আধা কেজি মুড়ি, আধাপোয়া গুড় ও চিড়া দিছে, এইটুকু দিয়েই কোনভাবে চলছি।’

পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর খেকিডাঙ্গা গ্রামের কামরুজ্জামান ও রোখসানা পারভিন বলেন, ‘আমাদের বাড়ি-ঘর, ক্ষেতের ফসল যেভাবে নষ্ট হয়েছে, সে তুলনায় ত্রাণ সামগ্রী সামান্য। প্রশাসন থেকে আমাদের চাল, শুকনো খাবার, চিড়া ও গুড় দিয়েছে। সেগুলো খেয়ে কোনও রকমে বাঁচে আছি।জেলা এলজিইডি সূত্রে জানা গেছে, বন্যায় ৬৬ কি. মি. পাকা, ২২০ কি. মি. কাঁচা রাস্তা, ২২টি বড় ব্রিজ, কমপক্ষে ৮৬টি কালভার্ট ও সংযোগ সড়ক ভেঙে প্রায় ৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির জানান. বানভাসিদের স্বাস্থ্য সেবা দিতে ৬৫টি ক্যাম্প, ২ শতাধিক স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক নিয়োজিত থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সার্বিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেরপুর: শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদসহ অন্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে বন্যার্তদের মধ্যে ত্রাণের জন্য হাহাকার চলছে। বন্যার্তরা ত্রাণের আশায় সারাদিন নদীর তীরে বা পানির মধ্যে দাঁড়িয়ে থাকছেন। কোনও একটি নৌকা বা ট্রলার দেখলেই পানি ভেঙে ও সাঁতরিয়ে ছুটে আসছেন, কেউ ত্রাণ নিয়ে এসেছে কিনা তা দেখতে। স্থানীয় সূত্রে এমনটাই জানা গেছে।স্থানীয়রা আরও জানান, সদর উপজেলায় রাজনৈতিক দলগুলো কিছুটা ত্রাণ তৎপরতা চালালেও সরকারিভাবে কোনও ত্রাণ বিতরণ করা হয়নি।জেলা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মোস্তফা মিয়া জানান, শনিবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত শেরপুর ফেরিঘাট পয়েন্টে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘণ্টায় তিন সেন্টিমিটার কমেছে।

শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের কুলুরচর-বেপারীপাড়া গ্রামের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বেশি। ওই গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। ঘরবাড়ি হারানো অন্তত তিনশ’ পরিবার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।সরেজমিনে দেখা যায়, বন্যায় ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে পাঁচ দিন আগে কুলুরচর-বেপারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যান রুমা বেগম। সেখানে খেয়ে না খেয়ে তারা কষ্টে দিন পার করছেন স্থানীয় ইউপি মেম্বার মো. জাফর মিয়া জানান,ঘরবাড়ি পানিতে ডুবে থাকা মানুষদের জন্য কুলুরচর-বেপারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে কোনও ধরনের সহায়তা কিংবা ত্রাণ তৎপরতা নেই।শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সদর উপজেলার বন্যা দুর্গত এলাকার জন্য সাত মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন জানান, শ্রীবরদীর বন্যার্তদের মাঝে খয়রাতি চাল বিতরণ করা হয়েছে। জানা যায়, বন্যায় জেলার তিন উপজেলার ১৪টি ইউনিয়নের ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে শেরপুর সদরের আটটি ইউনিয়নের ৩৩টি, শ্রীবরদীর দুটি ইউনিয়নের ৩৫টি এবং নকলার চারটি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় ৪০-৪৫ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এদিকে বন্যার কারণে চরাঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢোকায় সদর উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি উচ্চ বিদ্যালয়, ১০টি মাদরাসা এবং একটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।