পদত্যাগ করুন না হলে লাখো যুবকের লাগাতার মানববন্ধন : যুবলীগ চেয়ারম্যান

0
256

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আজ ২৩ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০.০ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আমির হোসেন আমু বলেন মন্ত্রী বলেন, বিশে^র যে কয়জন রাষ্ট্র নায়ক নিজনিজ দেশের উন্নয়ণে শীর্ষে রয়েছেন তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ১০ম স্থানে। আজ যারা নির্বাচনে অংশ গ্রহণ না করে অবৈধ সংসদ বলছেন ,সেদিন তারা কি করে ছিলেন জাতির সামনে তা পরিস্কার। সেদিন নির্বাচনের প্রতিটি বুথকেন্দ্রের স্কুলে স্কুলে আগুন দিয়ে স্কুল ঘর পুড়িয়েছেন। স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতচক্র অবৈধ পন্থায় ক্ষমতায় আসার চেষ্টাকে জাতি প্রতিহত করে আওয়ামী লীগকে দেশ সেবার দায়িত্ব দিয়েছে। আমির হোসেন আমু আরও বলেন,আজ প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত দু:খ জনক । কিন্ত প্রধান বিচারপতিকে স্বরণ করিয়ে দিতে চাই বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কথা, তিনি বলেছিলেন সুপ্রিমকোর্ট হাইকোর্ট,ব্যাংক , অফিস আদালত বন্ধ থাকবে। রাস্তায় কোন গাড়ীর চাকা চলবেনা,মিলকারখানা বন্ধ থাকবে ্ সেই সব দিনের কথা কি প্রধান বিচারপতি ভুলেগেছেন ? ভুলেগেছেন পাকিস্তান শাসকের বিচারপতিও সেদিন সাহস দেখায়নি সুপ্রিমকোর্ট বসাতে। আর আপনি ষোড়স সংশোধনী নিয়ে যে খেলা খেলছেন প্রধান বিচারপতি এর মূল্য আপনাকেই দিতে হবে। তাই আপনি পাকিস্তানের উদাহারুণ টানবেন না, এটা বাংলাদেশ এদেশ মুসলিম,হিন্দু, খ্যীষ্টার্ণ বৌদ্ধের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। তাই পাকিস্তানের আইন বালিশের নিচে রেখেদিন। ষোড়শ সংশোধনী আইনের জন্য দেশে যদি কোন পরিস্থিতি তৈরী হয় এর দায়দায়িত্ব আপনাকেই নিতে হবে। তিনি বলেন, ১৫ই আগষ্ট জাতি জাতির পিতাকে স্বপরিবারে হারিয়েছে,যুবলীগের সভাপতি ফজলুল হক মনিসহ আরজুমনিকে হারিয়েছে। স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে পাকিস্তান করার লক্ষ্যে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকুরী দিয়ে পূর্ণবাসনই করেনি । যাতে হত্যার বিচার না হয় তার জন্য বিশেষ অধ্যাদেশ ইনডিমিনিটি বিল পাশ করেছিলো । বিচারপতি আপনি ভুলে যাবেন বঙ্গবন্ধুর খুনিদেরসহ যুদ্ধাপরাধীদের ও বিচার হয়েছে এবং আগামীতেও হবে
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন রক্ত¯œাত ১৫ই আগষ্ট ইতিহাসের কলঙ্কিত অধ্যায় । আর সেই অধ্যায় এখনও অব্যাহত আছে। প্রধান বিচারপতির উদ্দেশ্যে তিনি বলেন,ষোড়স সংশোধনী বিলকে আজ আপননি বির্তকিত করে তুলেছেন ,জাতীয় সংসদ সদস্যদের নিয়েও আপনি মন্তব্য করিতে কুন্ঠ্যাবোধ করেননি। আপনি বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম জানতে না পারে আপনি সেই পথে হাটছেন কুচক্রী একটি মহলকে সঙ্গে করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্টায় জাতির ভাগ্য উন্নয়ণে কাজ করে যাচ্ছেন। প্রধান বিচারপতিকে যুবলীগ চেয়ারম্যান আরো বলেন পদত্যাগ করুন না হলে লাখো যুবকের লাগাতার মানববন্ধন।২০০৮ সালে এই ক্ষমতায় আসার পর থেকে বিএনপি-জামাত ৫ বছরের সকল দুষ্কর্ম অপকর্ম, ঘাতকদের যাতে বিচার না হয় সেই লক্ষ্যে আওয়ামী লীগ এর গোটা শাসনামল জুড়ে সরকারকে অস্থির করে তুলতে অব্যাহত হরতাল, মানুষ পোড়ানো, পুলিশের উপর হামলা, বায়তুল মোকারমে আগুন, কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে দেশকে দেশের মানুষজনকে অস্থির করে তুলেছে। বছর ঘুরে আগস্ট আসলেই মনটা আতংকিত হয়। ১৫ আগস্ট, ১৭ আগস্ট, ২১ শে আগস্ট আবার ২০১৭ সালের ১৫ আগস্ট, ষোড়শ সংশোধনীর রায় একই সুত্রে গাথা।

যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খান নিখিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাবান মাহমুদ, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, সম্পাদক মন্ডলীর সদস্য মুহা: বদিউল আলম, আসাদুল হক আসাদ, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, যুবলীগ দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট, যুবলীগ উত্তর সহ সভাপতি কাজী জহিরুল ইসলাম মানিক, মো: জাফর ইকবাল, মো: জলিলুর রহমান, মো: মহিবুর রহমান, সাব্বির আলম লিটু, ইঞ্জি: জাহান এম এ রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য হারুনুর রশিদ, শাহাদাত হোসেন সেলিম, এএইচএম কামরুজ্জামান, দক্ষিন সহ সভাপতি মোরসালিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ।