নাচোলে পারিবারিক কলোহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

0
188

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলোহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।আতœহত্যাকারী নাচোল উপজেলার হাঁকরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মইদুল ইসলাম ওরফে বাদল(৪৩)ওতার স্ত্রী নাসিমা বেগম(৪০)। নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাতাব উদ্দিন জানান,গত মঙ্গলবার গভীর রাতে পারিবারিক কলোহের জের ধরে মইদুল ইসলাম তার স্ত্রী নাসিমা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের মেঝের খাটের নিচে ফেলে রাখে।এ ঘটনার পর পরই মইদুল বাড়ির বাইরে মাচার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্বজনদের ধারনা। বুধবার ভোরে মইদুলের মা তার ছেলের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করতে থাকে।পরে মৃতের পরিবার নাচোল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ দ’ুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।এ ঘটনায় গোমস্তাপুর এএসপি সার্কেল এটিএম মাইনুল ইসলাম বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গলায় ফাঁশ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনায় নাচোল থানায় পৃথক দুটি মামলা দ্বায়ের হয়েছে বলে ওসি জানান।