দেশে আরেকটি ১/১১ আসতে দেওয়া হবে না : কাদের

0
182

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দেশে বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। ‘তারা (বিএনপি) দেশে আরো একটি এক এগারো সৃষ্টি করতে চয়। কিন্তু সেটা বাংলার মাটিতে আর হবে না। তিনি বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ এমপি ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাংগঠনিক ক্ষতি কমে যাওয়ায় তাঁদের মুখের বিষ বাড়ছে। আর সে বিষ দেশের রাজনীতিকে বিষাক্ত করছে। তারা (বিএনপি) বিষধর সাপ নিয়ে খেলা করছে। এই সাপের ছোবলেই বিএনপির করুণ পরিনিতি ঘনিয়ে আসবে। দেশে-বিদেশে বিএনপি ষড়যন্ত্রের বৈঠক করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ বিএনপির সাথে না থাকার জন্যই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রতিশোধ নিতে চায়। সার্চবিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সুপ্রিম কোর্টের রায়ের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে আরও একটি ১/১১ আনতে চাইছে। কিন্তু এ স্বপ্ন বাস্তব করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে এই সরকারের রক্ষা নেই, ভেবেছে তাদের সুবর্ণ বিজয় সমাগত।ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে।পিলখানার হত্যাকান্ডের পরও তারা এমনটি ভেবেছিল। কিন্তু এমন অবাস্তব স্বপ্ন বাস্তবায়িত হয়নি, হবেও না বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে মওদুদ আহমদের-এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে,ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না। যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।