ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

0
321

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, আগামী ২ সেপ্টেম্বর রোববার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।কমিটি বাংলাদেশের আকাশে হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের তারিখ ঘোষণা করে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২৩ আগস্ট থেকে হিজরি জিলহজ মাস শুরু হওয়ায় আগামী ৩১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ৩০ আগস্ট থেকে হজের কার্যক্রম শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত হজের যাবতীয় কার্যক্রম চলবে। সেখানে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।