দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্ধিতির (কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া,সিরাজগঞ্জ) উন্নতি অব্যাহত রয়েছে এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের (মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ, শরীয়তপুর) নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হচ্ছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনার পানি হ্রাস অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকবে। তিস্তা-ধরলা-দুধকুমার অববাহিকার নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে, এই অঞ্চলেরও বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে।
এছাড়া গঙ্গা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা আগের তুলনায় অনেক কম। বর্তমানে এই নদী বিভিন্ন পয়েন্টে বিপদসীমার প্রায় ৪১ সেন্টিমিটার থেকে ১০৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা অববাহিকায় বন্যা পরি¯ি’তি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উন্নতি অব্যাহত থাকবে।পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনার ভারতীয় অংশের আগামী ২৪-৩৬ ঘণ্টায় গড়ে ২০ সেন্টিমিটার পানি হ্রাস পেতে পারে। বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র-যমুনার বিভিন্ন্ পয়েন্টে আগামী ৭২ ঘণ্টায় হ্রাস অব্যাহত থাকবে। গঙ্গা- নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকবে, এবং বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। পদ্মা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকবে।মেঘনা অববাহিকার নদীর পানি আগামী ৪৮ ঘন্টায় হ্রাস অব্যাহত থাকবে।গঙ্গা অববাহিকার পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যাঞ্চলের ঢাকার চতুর্দিকের বালু, তুরাগ, বুড়িগঙ্গা, টুংগি খাল পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে শীতলক্ষা নদী নারায়ণগঞ্জে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এতে বলা হয়,গঙ্গা- ব্রহ্মপুত্র-মেঘনা এই তিন অববাহিকার মধ্যে গঙ্গা পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকার ভারতীয় ও বাংলাদেশ অংশে পানি হ্রাস অব্যাহত আছে। বাংলাদেশের অভ্যন্তরে ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল নুনখাওয়া, চিলমারী, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জ পয়েন্টে হ্রাস অব্যাহত রয়েছে।
নাটোর: নাটোরের সিংড়ার সোমবার আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নতুন করে আরো কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে সিংড়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ডুকে পড়ায় উপজেলার ২৫হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্নের অশংকায় রয়েছে। তাছাড়া উপজেলার বলিয়াবাড়ী ও কালিনগর গ্রামে দু’টি বাঁধ ভেঙে ৭টি গ্রামের কয়েক হাজার পরিবার ও ফসলি জমি নতুন করে হুমকির মুখে পড়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিংড়া উপজেলায় আকস্মিক বন্যায় সোমবার দুপুর পর্যন্ত সাড়ে ৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আর বন্যা দূর্গতদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০০ কিলো মিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান জানান, বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৫ সে:মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় আড়াই হাজার লোক অবস্থান করছে। আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও টয়লেট সহ সার্বিক ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সিংড়াকে বিদ্যুৎ বিচ্ছিন্নের হাত থেকে রক্ষা করতে উপজেলা পরিষদ কাজ করছে। এছাড়া বন্যার্তদের মাঝে এপর্যন্ত ৭০ মে: টন চাল, ৫লাখ টাকা ও ১৭টি নৌকা বিতরণ করা হয়েছে।এছাড়া বন্যার্ত মানুষের জন্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাগমারায় (রাজশাহী) : রাজশাহীর বাগমারায় নতুন আরও একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের সঙ্গে উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সোমবার সকাল পর্যন্ত উপজেলার শিব নদের পানি বিপৎসীমার ১৬ দশমিক ৮৯ সেন্টিমিটার এবং ফকিন্নী নদীর পানি ১৪ দশমিক ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে উপজেলার যোগীপাড়া ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ ছাড়া বাসুপাড়া, নরদাশ, শুভডাঙ্গা ও সোনাডাঙ্গা ইউনিয়নের কয়েকটি অভ্যন্তরীণ বাঁধ ভেঙে যাওয়ার কারণে ওই সব এলাকার ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কারণে সোনাডাঙ্গা, নরদাশ ও গোবিন্দপাড়া ইউনিয়নের সঙ্গে উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব ইউনিয়নের সড়কগুলো পানিতে ডুবে গেছে।যোগীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, গতকাল রোববার থেকে নতুন করে তাঁর ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। এই সময়ে ২ হাজার ৬০৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সংখ্যা বাড়লেও ত্রাণের পরিমাণ বাড়েনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২৫টি পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। এ জন্য দুর্গত এলাকার লোকজনকে বেসরকারি ত্রাণের ওপর নির্ভর করতে হচ্ছে। গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান বিজন কুমার সরকার বলেন, সরকারি যে পরিমাণ চাল পাওয়া যাচ্ছে, তা কিছুই নয়। এগুলো দিয়ে চাহিদা মেটানো যাচ্ছে না। চালের পাশাপাশি অন্য ত্রাণসামগ্রী পাঠানো জরুরি বলে তিনি মন্তব্য করেন। একই রকম অভিযোগ করেন, নরদাশ ইউপির চেয়ারম্যান মতিউর রহমান। তাঁদের ভাষ্য, বেশির ভাগ জায়গায় রান্না করার পরিস্থিতি নেই। সেখানে চাল বিতরণ করে লাভ হবে না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এ পর্যন্ত ২ হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ইউপির চেয়ারম্যানদের মাধ্যমে সেগুলো বিতরণ করা হয়েছে। অন্য কোনো সামগ্রী বরাদ্দ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।স্থানীয় সাংসদ এনামুল হক বলেন, বন্যাদুর্গত মানুষকে সহযোগিতা অব্যাহত রয়েছে। ব্যক্তিগতভাবে দুর্গত ব্যক্তিদের সহযোগিতা করা হবে। নাটোর: নাটোরের সিংড়া উপজেলার চানপুরে ও খরমকুড়ি এলাকায় আত্রাই নদের বাঁধ ভেঙে বন্যার পানি চলনবিল ও আশপাশের ঘরবাড়িতে হু হু করে ঢুকতে শুরু করেছে। পানির তোড়ে এখানকার কয়েক হাজার বিঘার রোপা আমন ধান তলিয়ে গেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, আত্রাই নদের পানি বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
সিংড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আত্রাই নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কলম ইউনিয়নের চানপুর মাদ্রাসা এলাকায় বাঁধ ভেঙে যায়। এতে বন্যার পানি চলনবিল ও আশপাশের ঘরবাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায় বাঁধের উত্তর-পূর্ব পাশের মাঠের দুই হাজার বিঘা জমির রোপা আমন ধান। বন্যার পানি ঢুকে পড়ায় এরই মধ্যে বলিয়াবাড়ি-চানপুর মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক বলেন, বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। উজানের পানি নেমে এ অঞ্চলে পানির উচ্চতা বাড়ছে।সিংড়ার বলিয়াবাড়ি গ্রাম রক্ষার জন্য গ্রামের প্রবেশপথে সিংড়া-গুরুদাসপুর সড়কে আড়াআড়ি করে বালুর বস্তা ফেলে বাঁধ দেওয়া হয়েছে। ছবি: প্রথম আলোএদিকে গতকাল শনিবার সন্ধ্যায় শেরকোল ইউনিয়নের খরমকুড়ি বাঁধ ভেঙে আত্রাই নদের পানি ভাগনারায়ণপুর মাঠে ঢুকে পড়ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব জানিয়েছেন, এখানকার পানিতে মাঠের প্রায় ৬০০ বিঘা জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। কৃষকেরা দিশেহারা হয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন। কিন্তু পানির প্রবল ¯্রােতের কারণে বাঁধ মেরামত করা যাচ্ছে না।সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান জানান, পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ মেরামতের চেষ্টা চলছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতির অবনতি হচ্ছে। যমুনা নদীতে ভয়ংকর ¯্রােত আর প্রচন্ড ঢেউয়ের সঙ্গে খানিকটা লড়াই করে বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাট থেকে গতকাল বৃহস্পতিবার টানা দেড় ঘণ্টা পর পৌঁছানো গেল উপজেলার কামালপুর ইউনিয়নের রোহদহ পুরোনো বাঁধে। তিন বছর আগে নির্মিত এই বাঁধের ধলিরকান্দি থেকে রোহদহ বাজার পর্যন্ত এরই মধ্যে প্রায় পুরোটাই যমুনায় বিলীন। রোহদহ বাজারের পর বাঁধের ৩০০-৪০০ মিটার অংশ টিকে আছে এখনো।বাঁধের পূর্ব দিকে ধু ধু যমুনায় থইথই পানি। পশ্চিম দিকে রোহদহ গ্রামও ভাসছে পানিতে। কয়েক শ বাড়িঘর ডুবে আছে। পানিতে ডুবে থাকা একটি মসজিদের মিনার এখনো দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পানিবন্দী মানুষ বসতঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। ঘরে পানি ওঠায় প্রায় ১০০ পরিবার আশ্রয় নিয়েছে যমুনাঘেঁষা পুরোনোবাঁধে। পলিথিন-চট টানিয়ে, টিনের বেড়া দিয়ে কোনো রকমে ঝুপড়িঘর বানিয়ে সেখানে উঠেছে বানভাসি লোকজন। ঝুপড়িঘরে মানুষে, গরু-ছাগলে একসঙ্গে বসবাস।সাত দিন ধরে বাঁধে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে ইজাতন বেওয়ার। গতকাল বাঁধের ঝুপড়িঘরে গেলে কথা হয় তাঁর সঙ্গে। ইজাতন বলেন, ‘ঘরত অ্যাকনা খাবার নাই। সাত দিন ধরে খিদার জ্বালায় না খ্যায়া মরিচ্চি। কেউ অ্যাকনা খোঁজ খবর লিচ্চে না, অ্যাকনা ইলিপও দিচ্চে না।’ রোহদহ পুরোনো বাঁধে আশ্রয় নেওয়া ফজলু মিয়া বলেন, সাত দিন ধরে বানের পানিত ভাসিচ্চি। কেউ খোঁজখবর লিচ্চে না।রোহদহ বাঁধে যাওয়ার পথে ধলিরকান্দি গ্রামের বানভাসি আনোয়ার হোসেন (৬০) বলেন, এবারের মতো এত বেশি পানি কখনো দেখেননি।ত্রাণ না পাওয়ার অভিযোগ করলেন কালীতলা ঘাট থেকে রোহদহ যাওয়ার পথে নদীতীরবর্তী গ্রামের বানভাসি বহু মানুষ। ত্রাণের জন্য হাহাকার পড়েছে কর্নিবাড়ি থেকে কামালপুর ইউনিয়নের গোদাখালি পর্যন্ত প্রায় আট কিলোমিটার বাঁধে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মধ্যে। এখানে আশ্রয় নেওয়া রোহদহ, ঘুঘুমারি, শেখপাড়া, কামালপুর, চন্দনবাইশা, নিজ চন্দনবাইশা, ঘুঘুমারি, ফকিরপাড়া, আকন্দপাড়া গ্রামের বানভাসি লোকজন বলেন, গরু-বাছুর নিয়ে কোনো রকমে বাঁধে এসে আশ্রয় নিলেও ত্রাণ মিলছে না।কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, তাঁর ওয়ার্ডের কেউ ত্রাণ সহায়তা পাননি। তবে গতকাল ১০ কেজি করে চাল সাহায্য প্রদানের জন্য ইউপি থেকে ৯০ জনের তালিকা করতে বলা হয়েছে।
দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৫০ মেট্রিক টন চাল, এক লাখ টাকা এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দের কথা গণমাধ্যমকে চার দিন আগেই নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও সারিয়াকান্দির ইউএনও মনিরুজ্জামান। এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ আবদুল মান্নান ঢাকায় অবস্থান করায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেনি উপজেলা প্রশাসন। সাংসদ এলাকায় ফিরলে প্রশাসন দুর্গত কিছু এলাকায় ত্রাণ বিতরণ করে।সারিয়াকান্দি পৌরসভার মেয়র আলমগীর শাহী গতকাল জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে বলেন, পৌরসভার ১৭টি মহল্লার প্রায় আড়াই হাজার পানিবন্দী পরিবারের জন্য কোনো ত্রাণ মেলেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুস সামাদ। তিনি বলেন, সরকারের বাইরে বেসরকারি ওয়ান ব্যাংক থেকে দেড় হাজার প্যাকেট ত্রাণসামগ্রী মিলেছে। সাংসদের উপস্থিতিতে তিন হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে।
যশোর: যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০ টি সড়ক চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।জানাগেছে, কেশবপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান হরিহর, ভদ্রা ও আপার ভদ্রা নদীগুলি দীর্ঘ বছর যাবৎ খনন না করায় পলি পড়ে ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশিত না হওয়ায় গত বছরের ন্যায় চলতি বছরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়কের উপর পানি উঠে যাওয়ায় ভারী যানবাহন চলাচল করে সড়ক গুলি ক্ষত-বিক্ষত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে কেশবপুর-সাগরদাঁড়ি সড়ক, কেশবপুর-চুকনগর সড়ক, কেশবপুর-পাজিয়া সড়ক, কেশবপুর-বড়েঙ্গা সড়ক, কেশবপুর-চিংড়া সড়ক, কেশবপুর ভান্ডারখোলা সড়ক, কেশবপুর বায়সা ভায়া সাবদিয়া সড়ক, কলাগাছি-চুকনগর সড়ক ও কেশবপুর আলতাপোল সড়ক চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। রেকশবপুর-মণিরামপুর সড়ক, কেশবপুর-পাঁজিয়া সড়ক ও কেশবপুর-বড়েঙ্গা সড়ক ছাড়া বাকী সড়ক গুলি থেকে পানি নেমে যাওয়ায় বর্তমানে ভয়াভহ আকার ধারণ করেছে। সড়কগুলির যে সব অংশে পানি ছিল সে সব অংশের বিটুমিন ও খোয় উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গর্তের মধ্যে পড়ে প্রতিনিয়ত অনেক যানবাহান উল্টে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। একই সাথে হচ্ছে যানজট। অনেক সড়ক পায়ে হেটে চলাচলেরও অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সড়কগুলি সংস্কার না করা হলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। অবিলম্বে জরুরী ভিত্তিতে ঐ ১০ টি সড়ক-সহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়কগুলি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।