ইরাকী বাহিনী তাল আফর পুনর্দখলে অভিযান শুরু করেছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি রোববার এ অভিযান শুরুর ঘোষণা দেন।ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গ্র“প ইসলামিক স্টেটের (আইএস) গুরুত্বপূর্ণ ও অন্যতম শেষ ঘাঁটি এই তাল আফর। এটি মসুলের কাছাকাছি অবস্থিত।আইএসের কাছ থেকে মসুল পুনর্দখলের মাসখানেক পর নতুন এ অভিযানের ঘোষণা দেয়া হল।
ইরাকের মানচিত্র ও পতাকার সামনে সামরিক পোশাকে দাঁড়ানো আবাদি টেলিভিশন ভাষণে তাল আফর মুক্ত করতে অভিযান শুরুর ঘোষণা দিয়ে বলেন, আমি বলছি দায়েশের (আইএসের অপর নাম) সামনে অন্য পথ খোলা নেই। হয় তাদের ইরাক ছাড়তে হবে, নয় মরতে হবে।তিনি তার সৈন্যবাহিনীর উদ্দেশ্যে বলেন, পুরো বিশ্ব তোমদের সঙ্গে রয়েছে। আমরা সকল যুদ্ধে জিতেছি, আর দায়েশ হেরেছে।তাল আফর মসুলের ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মার্কিন বাহিনীর সমর্থনে ইরাকী সৈন্যরা অভিযান চালিয়ে জুলাই মাসে মসুলকে আইএস মুক্ত করে।