সৌর বিদ্যুৎতে জ্বলে উঠবে গজালিয়ার জুমিয়া পাড়া

0
228

১৫ আগস্ট মঙ্গলবার পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড “পার্বত্য চট্রগ্রামের প্রত্যন্ত এলাকার সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় গজালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মারমা উক্ত ইউনিয়নের দুর্গম এলাকায় ৮ ও ৯নং ওয়ার্ডে ৩৫২টি দুঃস্থ পরিবারের মাঝে প্রথম ধাপে ২৪০টি বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরো ১১২টি পরিবারকে বিতরণ করা হবে।

বিতরণকালীন সময়ে উপকারভোগীদের মাঝে বাথোয়াইচিং মারমা বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি’র নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়িত হয়। তিনি আরো বলেন, ইউনিয়নের বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিহীন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত জনপদে বসবাসরত প্রান্তিক জুমিয়া পরিবারগুলো তাদের রাতের অন্ধকার ও মনের অন্ধকার দূর করে উন্নত জীবনের ছোঁয়া পাবে। এখন থেকে পাড়ায় পাড়ায়, পাহাড়ের খাঁজে খাঁজে জ্বলবে সৌর বাতি। যার ফলে কেবল অর্থনৈতিক কর্মকা-ই বিকশিত হবে না, বিকশিত হবে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাও। উন্নয়নের এ জোয়ার অব্যাহত রাখতে বর্তমান আওয়ামীলীগ সরকারকেই দরকার। আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগের মনোনিত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে এলাকার অব্যাহত উন্নয়ন ধরে রাখার জন্য তিনি উপস্থিত সবাইকে অনুরোধ করেন।
চিন্তাবর পাড়া রুমলেন ¤্রাে জানান, সৌর বিদ্যুৎ পেয়ে আমি খুব খুশী। আগে আলোর বাতি জ্বলতো বড় লোকদের ঘরে ঘরে। এখন আমাদের ঘরেও আলোর বাতি জ্বলবে। আর্থিক দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আলোর বাতি কিনতে পারিনি। এখন আমাদের ছেলে মেয়েরা আলোর বাতিতে লেখাপড়া করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা আশুতোষ চাকমা, ইউপি সচিব পরিতোষ বিশ্বাস, ওয়ার্ড মেম্বার নিপিউ ¤্রাে, মংচিংনু মারমা, ক্যএথোয়াই মারমা, ওয়ার্ড মহিলা মেম্বার হাইচনু এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উথোয়াই মারমা জয়