ভয়াবহ বন্যার দিকে দেশ: দূর্ভোগ চরমে,ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ

0
340

বাংলাদেশে একটি বড় বন্যা ধেয়ে আসছে। এবার উজানের ব্রহ্মপুত্র, গঙ্গা ও তিস্তা অববাহিকায় পানির উচ্চতা ৭৫ থেকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোণা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিসহ ২০ জেলার ৩৫৬টি উপজেলার ৩৫৮টি ইউনিয়ন দ্বিতীয় দফার এই বন্যায় প্লাবিত হয়েছে।গত তিন দিনে পানিতে ডুবে, ভেসে গিয়ে বা সাপের কামড়ে ২৭ জনের মৃত্যুর খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। পানি উন্নয়ন বোর্ডের ৯০টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৬৯টিতে সোমবার সকালেও পানি বাড়ার প্রবণতা অব্যাহত ছিল।এর মধ্যে ধরলা, তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট, ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, যদুকাটা, সোমেশ্বরী ও কংস বিপদসীমার উপরে বইছে।দুর্গত জেলাগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মক ব্যাহত হচ্ছে। রেলপথে সারা দেশে থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে দিনাজপুর জেলা।এবার বর্ষা মৌসুমে মধ্য জুলাইয়ে প্রায় একডজন জেলায় বন্যার বিস্তার ঘটলে সাড়ে ছয় লাখ লোক পানিবন্দি হয়ে পড়ে। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।১৯ আগস্টের মধ্যে ওই পানি বাংলাদেশের নদ-নদীগুলো দিয়ে প্রবেশ করতে পারে। এর ফলে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বন্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যার পূর্বাভাসবিষয়ক দুটি আন্তর্জাতিক সংস্থা।সংস্থা দুটির বিজ্ঞানীরা মনে করছেন, এই বন্যা বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ১৯৮৮ সালের বন্যাকেও ছাপিয়ে যেতে পারে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে যমুনা, তিস্তা, ধরলা, আত্রাইসহ সব প্রধান নদ-নদীর পানি বেড়েছে। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ১৪ জেলায় বন্যা দেখা দিয়েছে। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বন্যার পানি কমলেও রংপুর বিভাগের অন্য ছয় জেলায় বন্যার পানি আরও বেড়েছে। দিনাজপুরসহ সারাদেশে বন্যার পানিতে ডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় (ইউএনআরসিও) ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ গবেষণাকেন্দ্র (জেআরসি) বৈশ্বিক বন্যা পরিস্থিতিবিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ১০ আগস্ট সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, চীন, ভুটান ও নেপালের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলগুলোতে গত শুক্রবার থেকে পানি বাড়ছে এবং ১৯ আগস্ট পর্যন্ত এই পানি ভাটির দিকে প্রবাহিত হতে পারে। ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে ব্রহ্মপুত্রের অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হতে পারে।দ্য ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের (ইসিএমডব্লিউএফ) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে হিমালয়ের দক্ষিণাঞ্চলে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে করে ব্রহ্মপুত্রের ভারত ও বাংলাদেশ অংশে পানি বাড়বে।

এ ব্যাপারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, এবার ইতিহাসের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কবলে পড়ে চীন ও ভারতে ইতিমধ্যে ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে। ওই দুই দেশের ভেতর দিয়ে আসা ব্রহ্মপুত্র ও গঙ্গা নদীর পানি স্মরণাতীত কালের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে ১৯৮৮ সালের চেয়ে বড় ও ভয়াবহ বন্যা হতে পারে। এ জন্য তিনি সরকারি-বেসরকারি সব সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পরামর্শ দেন।সোমবার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য বন্যা বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ইতিমধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার বাংলাদেশ অংশে গড়ে ৫০ সেন্টিমিটার ও গঙ্গা-পদ্মায় ১৫ সেন্টিমিটার করে পানি বাড়ছে। ফলে ব্রহ্মপুত্র, মেঘনা ও তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে সরকারি এই সংস্থা।পানি ওঠায় পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর ও নেত্রকোনায় সহ¯্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে।নীলফামারীর সৈয়দপুর, লালমনিরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী ও রংপুরের বদরগঞ্জে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মহাসড়কে পানি ওঠায় ঢাকা-দিনাজপুর সরাসরি পথে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া লালমনিরহাট, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে তিনটি পথে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় উত্তরাঞ্চলে তিন প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে। তাঁরা উদ্ধার ও বাঁধ রক্ষার কাজ করছেন।দেশের নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের এখন সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বন্যা মোকাবিলাবিষয়ক সরকারের সব কটি স্থানীয় ও কেন্দ্রীয় দপ্তরকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।আবহাওয়া অধিদপ্তর থেকে অসোমবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে সেখানে ভূমিধস হতে পারে।চলতি মৌসুমের দ্বিতীয় দফার বন্যায় এ পর্যন্ত ২০ জেলার পাঁচ লাখ ৮৬ হাজার ৩৯০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন।এসব এলাকার তিন লাখ ৬৮ হাজার ৫৮৬ জন মানুষকে ৯৭৩টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সোমবার এক সংবাদ সম্মেলনে বন্যার সবশেষ পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, উজানের দেশ চীন, ভারত, নেপাল ও ভুটানে মারাত্মক বন্যার বিষয়টি মাথায় রেখেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। আমরা উজানের দেশের বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রাখছি। উজানের দেশগুলোতে বন্যা হলে ভাটির দেশ হিসেবে উজানের প্রভাব আমাদের উপর পড়বে, এটাই স্বাভাবিক।

মন্ত্রী জানান, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোণা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিসহ ২০ জেলার ৩৫৬টি উপজেলার ৩৫৮টি ইউনিয়ন দ্বিতীয় দফার এই বন্যায় প্লাবিত হয়েছে।গত তিন দিনে পানিতে ডুবে, ভেসে গিয়ে বা সাপের কামড়ে ২৭ জনের মৃত্যুর খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এবার বর্ষা মৌসুমে মধ্য জুলাইয়ে প্রায় একডজন জেলায় বন্যার বিস্তার ঘটলে সাড়ে ছয় লাখ লোক পানিবন্দি হয়ে পড়ে। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।দিনাজপুর শহরের বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়া জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা অববাহিকার পানি আগামী ৭২ ঘণ্টা এবং সুরমা-কুশিয়ারার পানির উচ্চতা আগামী ২৪ ঘণ্টা বাড়তে পারে। একই সময়ে তিন অববাহিকায় পানি বাড়ার কারণে উত্তরাঞ্চল থেকে বন্যা দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ মধ্যাঞ্চলে বিস্তৃত হতে পারে।অগাস্টের শেষে ফের ভারি বর্ষণ হলে সেপ্টেম্বর নাগাদ অন্তত ২৫ জেলায় বন্যার বিস্তার ঘটতে পারে।

ফরিদপুর: বৃদ্ধা ছোটু খাতুন রাতে নিজের বাড়িতে একাই ঘুমিয়ে ছিলেন। মেয়ে মনোয়ারা খাতুন গেছেন নাতনির বাড়িতে বেড়াতে। রাতে আর ফেরেননি। গভীর রাতে হঠাৎ শব্দে ছোটু খাতুনের ঘুম ভেঙে যায়। উঠে দেখেন, বাড়ির পাশের ঘরটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে আসে তাঁর। বহু কষ্টে এলাকার মানুষদের সজাগ করে উদ্ধার করেন অল্প কিছু মালামাল।ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বড় বালিয়া ডাঙ্গী গ্রামে গতকাল রোববার রাতের নদীভাঙনের বর্ণনা এভাবেই দেন বৃদ্ধা।সোমবার সকালে যখন ছোটু খাতুনের সঙ্গে কথা হচ্ছিল, রাতের বিভীষিকার ছাপ দেখা যায় তাঁর চোখেমুখে। ভয়ার্ত কণ্ঠে বলেন, ‘রাইতে পানির হুসানিতে ঘুম ছুইড্যা গ্যাছে, উইডা দেহি মনোয়ারার ঘরের কোনা ছুইটা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাত থেকে সদর ইউনিয়নের বড় বালিয়া ডাঙ্গী গ্রামটি পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে। ওই গ্রামের প্রায় ৫০০ মিটার জায়গাজুড়ে এ ভাঙন শুরু হয়েছে। গত ৩৭ ঘণ্টায় ওই গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কিত এলাকাবাসী ভাঙনের মুখে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে ফাজিল খাঁ ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া পাশের বালিয়াডাঙ্গী, ফাজেল খাঁর ডাঙ্গী, এম কে ডাঙ্গী গ্রামের কয়েক শত পরিবার ভিটেবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।চরভদ্রাসন সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আজাদ খাঁ জানান, বসতভিটার সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে পারিবারিক স্মৃতি নিকটজনদের কবর ও গাছপালা। ইতিমধ্যে ২০০ গাছ নদীগর্ভে চলে গেছে।ভাঙতে ভাঙতে বড় বালিয়া ডাঙ্গী গ্রামের জান খাঁর (৫০) বসতভিটা থেকে মাত্র ২০ মিটার দূরে চলে এসেছে নদী। আজ বেলা ১১টার দিকে ঘর সরাতে দেখা যায় তাঁকে। বললেন, ‘মাথা গোঁজার এই জায়গাটুকুও গাঙ্গে নিয়া যাইব। এ অবস্থায় কোথায় জাইয়্যা দারামু জানি না।বড় বালিয়া ডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালাগতকাল ভাঙন এলাকা পরিদর্শন করেছেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সগীর হোসেন। তিনি জানান, বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চগড়:পঞ্চগড়ের পাঁচ উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভারী বর্ষণের পাশাপাশি উজান থেকে নেমে আসা নদ নদীর পানিও কমতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে। তবে নদ-নদীর পাড়ের বাড়িগুলোতে এখনো পানি রয়েছে। তবে জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে অঘোষিত ছুটি চলছে।সোমবার বিকেল পর্যন্ত করতোয়া নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পঞ্চগড়-দিনাজপুর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রোববার রাত থেকে জেলার বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। আজ সকালে করতোয়ার পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। তবে আকস্মিক এ বন্যায় সরকারি হিসেবে এ পর্যন্ত পাঁচ উপজেলায় ৪৫ হাজার ৩০৫টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ৩০ হাজার দুর্গত মানুষ ১৫৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এ ছাড়া জেলার ৩ হাজার ৩৭৫ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।টানা বর্ষণ আর উজানের ঢলে প্লাবিত হয়েছে পঞ্চগড়-দিনাজপুর-পার্বতীপুর রুটের রেললাইন। প্রবল ¯্রােতের তোড়ে ঝলই শালশিরি এলাকার নয়নিবুরুজ স্টেশন থেকে কিসমত স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রেলপথের পাথর সরে গেছে (ওয়াশ আউট)। গর্ত সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে। এতে পঞ্চগড় থেকে ঢাকা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বালুর বস্তা দিয়ে ক্ষতিগ্রস্ত রেলপথ সংস্কারের চেষ্টা করছে রেল বিভাগ। রেলের (পশ্চিম জোন) বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইসগেট গেট দিয়ে পানি অপসারণ না হওয়ায় পঞ্চগড় এলাকার প্রায় দুই কিলোমিটার রেলপথ ওয়াশ আউট (ক্ষতিগ্রস্ত) হয়েছে। পানি কমে গেলে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমরা জরুরিভাবে একটি আলোচনার আয়োজন করি। যাতে সমন্বয়ের মাধ্যমে বন্যা পরিস্থিতি সামাল দেওয়া যায়। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ত্রাণের জন্য আবেদন করা হয়েছে।

সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুরের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। পানি বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আজ সোমবার সৈয়দপুর বিমানবন্দরের দক্ষিণাংশের দেয়াল ভেঙে বন্যার পানি ঢুকতে দেখা গেছে। রানওয়েতে এখনো পানি না ওঠায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।উপজেলা প্রশাসন জানায়, বন্যায় সৈয়দপুরের প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আক্রান্ত অনেকে স্কুল-কলেজের আশ্রয়কেন্দ্রে উঠেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ বলেন, সৈয়দপুরে মোট ১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্র আসা লোকজনকে সরকারি ও স্থানীয়ভাবে খাদ্য দেওয়া হচ্ছে।শহরে সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সৈয়দপুর কলেজে। রোববার রাতে এই আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের অন্ধকারে থাকতে হয়। বিদ্যুতের সংযোগে ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সমস্যার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধান হয়নি।বন্যার পানির তোড়ে আজ ভোরে সৈয়দপুর বিমানবন্দরের দক্ষিণ পাশের দেয়াল ভেঙে যায়। বিমানবন্দরের ভেতরে প্রবল বেগে পানি ঢুকতে থাকে। বেলা দেড়টা নাগাদ পানি রানওয়েতে ওঠেনি। তবে যেকোনো সময় রানওয়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
দুপুরের দিকে বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহমেদ বলেন, এখন পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। পানি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে।তিস্তা ব্যারেজ বন্যা পূর্বাভাস কেন্দ্রের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, আজ পানি বাড়বে। কাল থেকে তা কমতে থাকবে।

সিলেট : টানা বর্ষণ ও উজানের ঢলে সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।নদীর পানি বাড়ায় রোববার রাতে নগরীতে পানি ঢুকে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা ছাড়াও কুশিয়ারার পানি সবকটি পয়েন্টে বিপৎসীমার উপরে রয়েছে।নূর আজিজুর রহমান বলেন, সুরমা নদীর পানি উপচে নগরীর মাছিমপুর, শিবগঞ্জ, উপশহর, মেন্দিভাগ, তেররতন ও জল্লারপাড় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।বৃষ্টিপাত বন্ধ হলে প্লাবিত এলাকাগুলো থেকে পানি ধীর গতিতে নামবে বলে জানান তিনি।এদিকে প্লাবিত এলাকাগুলোর মানুষ দুর্ভোগে পড়েছে। তেররতন এলাকার বাসিন্দা সায়মা বেগম বলেন, হঠাৎ ঘরের মধ্যে পানি প্রবেশ করায় খুব সমস্যায় পড়েছি। রান্না-বান্নাসহ দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে। জামালপরে বন্য পরিস্থিতির চরম অবনতি॥ যমুনার পানি বিপদ সীমার ১২৮ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুর: জামালপুরে বন্যার পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে গত ২৪ঘন্টায় ৫১ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১২৮ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডে (পাউবে) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান। এদিকে বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জেলার যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা বিস্তৃর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পানি বন্দী হয়ে পড়ছে হাজারও মানুষ। ক্রমশই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। উলিয়া-ইসলামপুর, ইসলামপুর- গুঠাইল ও গুঠাইল-মলমগঞ্জ এবং মেলান্দহ-মাহমুদপুর সড়ক বন্যা কবলিত হয়ে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় সুত্রে জানা গেছে, জামালপুরের বন্যায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার যমুনার তীরবর্তী এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এব্যাপাওে জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বন্যার্তদের জন্য ১০ মেট্রিক টন চাল ও নগদ ১০ হাজার টাকা এবং ইসলামপুর উপজেলার বন্যার্তদের জন্য ১৫ মেট্রিক টন চাল নগদ ১০ হাজার টাকা বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার উপজেলার ভাঙ্গামোড় ও বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,রবিবার বিকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজর মামুদ গ্রামের আজগর আলী (৭০)বন্যার পানি দেখতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। একই ইউনিয়নের রোকেয়া বেগম (৬৫) নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে জানা গেছে। রবিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।ভাঙ্গামোড় ইউনিয়নের দুদিয়ার পুলের পাড়ে বন্যার পানিতে অজ্ঞাত এক শিশুর লাশ পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান আাজগার আলী বলেন, ‘আমার মোবাইল ফোনে চার্জ না থাকায় ফোন বন্ধ ছিল। মৃতের কোনও খবর পাইনি।’ এদিকে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘাঘারকুটি গ্রামে হালিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। ময়মনসিংহ: ভারি বৃষ্টির মধ্যে নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অন্তত ৮০টি গ্রামে প্লাবন দেখা দিয়েছে।ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধা বলেন, তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তার ওপর শনিবার ভেঙে গেছে নেতাই নদীর বাঁধ। এতে পাঁচ ইউনিয়নের অন্তত ৮০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ২০টি, গামারীতলা ইউনিয়নের ২০টি, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ২৫টি, ঘোষগাঁও ইউনিয়নের ৫টি ও গোয়াতলা ইউনিয়নের প্রায় ১০টি গ্রামে পানি ঢুকেছে বলে জানান চেয়ারম্যান।

তিনি বলেন, পানিতে তলিয়ে গেছে এসব এলাকার রাস্তাঘাট ফসলি জমি, ভেসে গেছে বহু পুকুর। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান ব্যাহত হচ্ছে।বন্যায় প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন।ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি পানির চাপে কয়েকটি বাঁধ ভেঙে গেছে। তবে ময়মনসিংহের নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে। আর বৃষ্টি না হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

কুষ্টিয়া: কয়েক দিন ধরে পদ্মা নদী ও গড়াই নদে পানি পাড়ছে। তবে এ দুটি নদ-নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ইতিমধ্যে পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়েছে। আজও ছুটির দিনে তাঁরা অফিস করছেন।পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, পদ্মায় বিপৎসীমার মাত্রা ১৪ দশমিক ২৫ মিটার। সেখানে গতকাল সোমবার দুপুর ১২টায় ছিল ১৩ দশমিক শূন্য ৫ মিটার। পদ্মার শাখা নদ গড়াইয়ে পানির বিপৎসীমার মাত্রা ১২ দশমিক ৭৫ মিটার। সেখানে একই দিন ছিল ১১ দশমিক ৪৩ মিটার।জানতে চাইলে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদ্মার পাশে যেসব বাঁধ আছে, সেগুলোতে নজর রাখা হচ্ছে। বিশেষ করে দৌলতপুর উপজেলার ইসলামপুর বাঁধ, কুষ্টিয়া শহরের মহানগর ট্যাগ, কুষ্টিয়া শহর রক্ষার রেনউইক বাঁধ ও কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকা। শিলাইদহে পদ্মার বাঁধ নির্মাণের কাজ পানি বাড়ার কারণে বন্ধ রাখা হয়েছে। জাহেদুল ইসলাম আরও বলেন, পদ্মা ও গড়াইয়ের পানি এখনো বিপৎসীমার নিচে আছে। তবে যেভাবে পানি বাড়ছে, তাতে কয়েক দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। পদ্মার চেয়ে গড়াইয়ে পানি বেশি বাড়ছে। পাউবোর সব কর্মকর্তা ও কর্মচারী সতর্ক অবস্থানে আছেন।জেলা প্রশাসক জহির রায়হান বলেন, কুষ্টিয়ার নিম্নাঞ্চল এলাকা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন। ওই এলাকায় এখনো তেমন বন্যা শুরু হয়নি। সেখানে নিয়মিত তদারকি করা হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জানান, প্রশাসন বন্যা মোকাবিলায় সব রকম প্রস্তুতি রেখেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খোঁজ নিচ্ছে।