কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বাড়াতে জনগন ও প্রশাসনের যৌথ প্রয়াস দরকার-দুদক চেয়ারম্যান

0
151
dav

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা এই কমিউনিটি ক্লিনিক। দেশের কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বাড়াতে স্থানীয় জনগনের অংশ্রহন ও প্রশাসনের যৌথ প্রয়াস দরকার। স্থানীয় জনগনের গঠন মূলক সহায়তার মাধ্যমে তৃনমূলে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবে। সোমবার গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে এসে দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা বলেন ।

পরিদর্শনকালে তিনি কমিউনিটি ক্লিনিক পরিচালনার বিষয়ে খোঁজ খবর নেন এবং ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি প্রশাসনের সঙ্গে জনগনের অংশ গ্রহনের মাধ্যমে ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্য সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারহানা মান্নান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার,সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, প্ল্যান বাংলাদেশ গাজীপুরের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হেসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলে ক্লিনিকে কার্যক্রম। কমিউনিটি ক্লিনিকে তৃণমূলের জনগন প্রাথমিক স্বাস্থ্য সেবা, মা ও শিশুর সেবা,টিকা দানসহ সকল প্রকার প্রাথমিক চিকিৎসা সেবা পেয়ে থাকে। স্থানীয় জনগন প্রশাসনের সাথে যৌথ ভাবে ক্লিনিক পরিচালনা করে যাচ্ছে। প্ল্যান বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে।