সাংবাদিকদের সর্ম্পকে অর্থ মন্ত্রীর অশোভন বক্তব্য‘র প্রতিবাদে এবং ৫৭ ধারা বাতিলের দাবীতে মানববন্ধন

0
159

সাংবাদিকদের সর্ম্পকে অর্থ মন্ত্রীর অশোভন বক্তব্য‘র প্রতিবাদে এবং ৫৭ ধারা বাতিলের দাবীতে মানববন্ধন-সমাবেশ করেছে পাবনায় কর্মরত সংবাদ কর্মিরা। রোববার বেলা সাড়ে ১১টায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে মানবন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী, সহ-সভাপতি চ্যানেল আই ও যুগান্তরের ষ্টাফ রিপোর্টার আখতারুজ্জামান আখতার, সম্পাদক ও বাংলা ভিশণের ষ্টাফ রিপোর্টার আখিঁনুর ইসলাম রেমন, অর্থ সম্পাদক ও ডেইলী অবজারভার প্রতিনিধি ড. নরেশ চন্দ্র মধু, সাবেক সম্পাদক এনটিভি ও সমকালের ষ্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, সাবেক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শফি ইসলাম, বাংলাদেশ টুডে‘র প্রতিনিধি আব্দুল হামিদ খান, ৭১ টিভি‘র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ। বক্তারা অবিলম্বে অর্থ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা ও ৫৭ বাতিলের জোর দাবী জানান। একই সাথে ৫৭ ধারায় আটককৃত সংবাদ কর্মিদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবী করেন।