হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ এবং কোন হতাহতের খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক এই অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে উত্তরা, কুর্মিটোলা, সদর দফতর ও টংঙ্গী ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) রাশিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিদা সুলতানা আরও জানান, ফ্লাইট অবতরণ স্বাভাবিক রয়েছে। তবে উড্ডয়ন সাময়িক বন্ধ রয়েছে।