নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষ করে ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন।কোরবানির ঈদের আগে ছয়টি দলের সঙ্গে সংলাপসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।তিনিবলেন, এবার নিবন্ধন ক্রমের শেষ থেকে সংলাপ শুরু হচ্ছে। নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ঈদের আগে ২৪, ২৮ ও ৩০ অগাস্ট মতবিনিময় চলবে।ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে বসার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।প্রতিদিন দুটি করে রাজনৈতিক দল ও প্রতিটি দলের ১০ জন করে প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব।২৪ অগাস্ট:সকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বিকালে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।২৮ অগাস্ট: সকালে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল , বিকালে খেলাফত মজলিশ,৩০ অগাস্ট: সকালে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ,বিকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে ৩১ জুলাই নাগরিক সমাজের সঙ্গে আলোচনা হয়েছে। ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় হবে।তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি।ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে বাকি দলগুলোর সূচি নির্ধারণ করা হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে অগাস্টের শেষ সপ্তাহ থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন; আইনি সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ইসির রোডম্যাপ নিয়ে আলোচনা হবে সেখানে।বিগত দুই নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে তাদের নামের আদ্যক্ষর ও নিবন্ধনের ঊর্দ্ধক্রমানুসারে সংলাপে ডাকলেও কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি কাজটি করছে নিবন্ধনের অধঃক্রম অনুসারে। সেই হিসাবে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির পরে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বসবে ইসি।
এ পর্যন্ত মোট ৪২টি দল ইসির নিবন্ধন পেলেও জামায়াত ও ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হওয়ায় দল রয়েছে ৪০টি।ইসি সচিব জানান, প্রতিদিন দুটি দলের সঙ্গে সংলাপ হবে। এটিএম শামসুল হুদার ইসি তাদের মেয়াদের সর্বশেষ সংলাপে ২০১১ সালে দলের নামের আদ্যক্ষর অনুযায়ী আমন্ত্রণ জানায়। বাংলা বর্ণমালার ক্রম অনুযায়ী সেই সংলাপ শুরু হয় ইসলামী আন্দোলনকে নিয়ে।এরপর কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি ২০১২ সালে নিবন্ধিত দলের ঊর্দ্ধক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানায়। প্রথম ডাক পায় এলডিপি, সংলাপ শেষ হয় খেলাফত মজলিসে।সংসদে সে সময় বিরোধী দলে থাকা বিএনপি ওই সংলাপ বর্জন করে। আর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দুই দফা সময় পিছিয়ে নেয়।ইসি সচিব জানান, অক্টোবরে ‘নির্বাচন বিশেষজ্ঞ’, সাবেক নির্বাচন কমিশনার ও নারী নেতাদের সঙ্গে সংলাপে বসবে ইসি।একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩১ জুলাই শুরু হওয়া এই সংলাপে প্রথম দিন নাগরিক সমাজের প্রতিনিধিদের ডেকেছিল ইসি। সেদিন মোট ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ৩৩ জন।
দ্বিতীয় ধাপে ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইসির। তাতে অন্তত ৬০ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হবে বলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন।
এদিকে, এ বছর ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হয়েছেন ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।নির্বাচন কমিশন সচিব বলেন, এবার ১৩ লাখ ৩৩ হাজার ২ জন মৃত ভোটারের নাম কাটা হয়েছে। ঠিকানা পরিবর্তন করা হয়েছে ৬০ হাজার ৮৭৬ জনের। এ বছর তাঁদের লক্ষ্য ছিল ৩৫ লাখ ভোটারের। তাঁদের ৭০ শতাংশ লক্ষ্য অর্জিত হয়েছে। তাঁদের ধারণা ছিল, এবার ভোটার বৃদ্ধির হার হবে ৩ দশমিক ৫ শতাংশ। তবে তা হয়েছে ২ দশমিক ৪ শতাংশ।