পটুয়াখালী-কুয়াকাটাসহ জেলা বিভিন্ন রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতির উপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় এবং মহাসড়কে থ্রি-হুইলার যান চলাচল বন্ধের দাবিতে অনিদিষ্টকাল বাস ধর্মঘট ডেকেছে বরিশাল বিভাগীয় বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।
সমিতির সাধারণ সম্পাদক জানান,বৃহস্পতিবার থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলায় অভ্যন্তরীন রুটে সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে। এতে কুয়াকাটা ও খুলনাসহ দক্ষিন-পাশ্চিমাঞ্চলের অভ্যন্তরীন অন্তত ৩৫ রুটে এই ধর্মঘট পালিত হচ্ছে। গত মঙ্গলবার সকালে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিন পার্শে খয়রাবাদ এলাকার কর্নকাঠী জিরো পয়েন্ট এলাকায় থ্রি-হুইলার চলাচল বিরোধের জের ধরে সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ মালিকদের উপর হামলা চালিয়ে আহত করে থ্রি হুইলার চালকরা। এতে ৫ জন আহত হয়ে শেবাচিমে ভর্তি রয়েছে। পরে থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহন করেনি। এ ঘটনার প্রেক্ষিতে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এদিকে পটুয়াখালীতে সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে কুয়াকাটাগামী শত শত পর্যটক। ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা একাধীক পর্যটক জানান লঞ্চ থেকে নেমে তারা দেখেন বাসসহ সব ধরনে যানবাহন চলাচল বন্ধ। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে জানান।