ঝিনাইদহে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত গ্রীণচাষী ইদ্রিস আলীকে সম্মাননা প্রদাণ

0
180

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত গ্রীণচাষী ইদ্রিস আলীকে সম্মাননা প্রদাণ করা হয়েছে। গতকাল বিকেলে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, বন কর্মকর্তা নজরুল ইসলাম মিয়াজী। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আনিসুজ্জামান খান। আলোচনা সভা শেষে কৃষিতে অবদান রাখার জন্য ইদ্রিস আলীকে সম্মানীত করা হয়।