যশোরে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নাজমা পারভীন

0
192

যশোর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নাজমা পারভীন। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর তাকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ তে ভূষিত করেন। নাজমা পারভীন বর্তমানে জেলার হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

১৯৯৫ সালে তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘদিন বাঘারপাড়া উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে ২০১৩ সালে তিনি হাশিমপুরে আসেন। প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও আনন্দদায়ক করার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নে ভূমিকা রাখেন এই শিক্ষিকা। এছাড়া তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশেরও উন্নয়ন হয়েছে। নাজমা পারভীন বাঘারপাড়ার সদুল্যাপুর গ্রামের প্রয়াত মোঃ আব্দুর রাজ্জাকের কন্যা এবং বিএডিসির সহকারি প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের স্ত্রী।