মার্কিন বিমানঘাঁটিতে নর্থ কোরিয়ার মিসাইল হামলার হুমকি

0
188
Airmen 1st Class Colby (left) and Travis Wakefield, 36th Security Forces Squadron entry controllers, stand at the entry to Andersen Air Force Base, Guam, July 29, 2015. While they are brothers in arms who serve together, they are also fraternal twins who have worked together since entering the Air Force in October 2013. (U.S. Air Force photo by Airman 1st Class Alexa Ann Henderson/Released)

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম অঞ্চলের বিমানঘাঁটিতে মিসাইল হামলার হুমকি দিয়েছে নর্থ কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরিয়াকে ধ্বংসের হুমকি দিলে পাল্টা জবাবে এ কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। এর আগেও নর্থের একটি সামরিক বিবৃতিতে এমন হামলার পরিকল্পনার কথা বলা হয়েছিল।

কেসিএনএ’র ওই প্রতিবেদনে বলা হয়, নর্থ কোরিয়া গুয়ামকে লক্ষ্য করে মাঝারি থেকে দূরপাল্লার রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। ওই বিমানঘাঁটিতেই মার্কিন আধুনিক বোমারু বিমানগুলো রাখা হয়। গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে নর্থের অস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নতুন কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। সোমবার এর প্রতিক্রিয়ায় নর্থ কোরিয়া নতুন এসব অবরোধকে তাদের ‘সার্বভৌমত্বের তীব্র লঙ্ঘন’ বলে উল্লেখ করে। এজন্য যুক্তরাষ্ট্রকে ‘চরম মূল্য’ দিতে হবে বলেও হুমকি দেয় তারা।