ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে একদল সেনা সদস্যের ওপর দ্রুত গতিতে একটি বিএমডব্লিউ গাড়ি আঘাত করে পালিয়ে গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন প্যারিশের পুলিশ। লুভালুয়া-পেঘে শহরের মেয়র পেট্রিক বালকানে গণমাধ্যমকে জানান, সেনাদের লক্ষ্য করে যে গাড়িটি হামলা হয়েছে তা নি:সন্দেহে সন্ত্রসী হামলা। পুলিশ ওই গাড়িটির সন্ধানে অভিযান চালাচ্ছে।
ঘটনাটি এতো দ্রুত ঘটেছে যে পুলিশ হামলাকারী গাড়িটি থামাতে গিয়ে ব্যর্থ হয়েছে। আহত সেনা সদস্যদের তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।