প্রধান বিচারপতি সংবিধানের উর্দ্ধে নন, আপনাকে সংবিধান মানতে হবে- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

0
196

 

আজ ৯ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিদুর দিন ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিন শাখার আয়োজনে ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট মিলনায়তন, শাহবাগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, বাংলাদেশের মানুষ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। প্রধান বিচারপতিকে উদেশ্য করে বলেন আপনি যা ভাবছেন, আপনি মুক্তিযুদ্ধেও বিপক্ষ শক্তির সাথে কন্ঠ মিলিয়ে যা বলছেন তা ঠিক নয়। বাংলার মানুষ জানে আপনি শান্তি কমিটির সদস্য ছিলেন। আপনি সাংবিধানিক ভাবে নিয়োগ পেয়েছেন আপনাকে সংবিধান মানতে হবে। আপনাকে সংসদ ও রাষ্ট্রপতিকে মানতে হবে, আপনাকে সংবিধান মেনে কাজ করতে হবে আপনি সংবিধানের উর্দ্ধে নন।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান-মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন রাজনীতি মানে শুধু স্লোগান না, রাজনীতি মানে শুধু কথা বলা না। সংগঠনের কর্মসূচীর মাধ্যমে শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে শোককে শক্তিকে পরিণত করে জাতির পিতার হত্যাকারীদের বিচার কার্যকর করে অন্যায়ের পতন আর ন্যায়ের যে জয় অব্যাহত রেখেছে সেই সাথে জাতিকেও কলংকমুক্ত করেছে। এসময় তিনি আরো বলেন, আগস্ট মাস যেমন শোকের মাস তেমন একটি ষড়যন্ত্রের মাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখনই যড়যন্ত্র শুরু হয়। শয়তানের দল বাড়ে বাড়েই বিস্তৃত যা আজও তাদের ষড়যন্ত্র বিরাজমান। এ সময় তিনি আরও বলেন জাতির পিতার ৪২তম মৃত্যু বার্ষিকীর প্রক্কালে আমাদের কাছে শান্তনা হল নর্দমার কিট তম খুনিদের প্রচলিত আইনের বিচারে ফাসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রহরীর মত যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট এর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল এর যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য আসাদুল হক আসাদ, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিন সহ সভাপতি মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, মোরসালিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক সাইদ, জাফর আহম্মেদ রানা, মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদক মন্ডলীর সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ প্রমুখ।